Kapil Sharma, Ranveer Allahbadia (Photo Credit: File Photo)

মুম্বই, ১৩ ফেব্রুয়ারি: রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) 'বাবা-মায়ের সঙ্গে যৌনতা' মন্তব্য নিয়ে যখন প্রায় গোটা দেশে চর্চা শুরু হয়েছে, সেই সময় ভাইরাল কপিল শর্মার (Kapil Sharma) একটি পুরনো ভিডিয়ো। যেখানে কপিল শর্মাকে বলতে শোনা যায়, 'আমাদের দেশে দুটি জিনিসের জন্য মানুষ পাগল। এক সিনেমা অন্যটি ক্রিকেট। ক্রিকেটের তো এতটাই ক্রেজ যে অনেকে ভোর ৪টের সময় উঠে পড়েন। পরীক্ষার সময় কাউকে ভোর ৪টের সময় উঠে পড়াশোনা করতে দেখা যায় না। অথচ ক্রিকেট দেখার জন্য ভোর ৪টেয় উঠে পড়েন। কেউ কেউ আবার অত্যুৎসাহী হয়ে ৪টের জায়গায়, রাত ২টোয় উঠে পড়েন। তারপর আর কী, বাবা-মায়ের কবাডি দেখে তাঁদের আবার শুয়ে পড়তে হয় গিয়ে।' কপিল শর্মার  ওই মন্তব্যে বিচারকের আসনে বসা অর্চনা পূরণ সিংকে যেমন হাসতে দেখা যায়, তেমনি দর্শকরাও হেসে ফেলেন।

আরও পড়ুন: India’s Got Latent Controversy: বন্ধ করা হোক 'ইন্ডিয়াস গট লেটেন্ট', ইউটিউব শোয়ের উপর নিষেধাজ্ঞা চেয়ে অমিত শাহকে চিঠি সিনে ওয়ার্কার্সের

রণবীর এলাহাবাদিয়া সম্প্রতি সময় রায়নার শোয়ে হাজির হয়ে যে মন্তব্য করেন, তার জেরে গেল গেল রব উঠতে শুরু করে। তবে কপিল শর্মার শোয়ে জনপ্রিয় কৌতুকশিল্পী মজার ছলে যা বলে যান, তা কি কারও কানে লাগে না বলেও প্রশ্ন তোলা হয় ওই পুরনো ভিডিয়ো  প্রকাশ্যে তুলে এনে।

দেখুন কপিল শর্মার সেই পুরনো ভিডিয়ো ক্লিপিংস...

 

এমনকী কপিল শর্মার কমেডিকে যাঁরা 'ক্লিন কমেডি' বলে দাবি করেন, এবার তাঁদেরও এই ভিডিয়ো দেখা উচিত বলে একটি সোশ্যাল হ্যান্ডেলের তরফে বলিউড অভিনেতা তথা কৌতুকশিল্পীর বিরুদ্ধে তোপ দাগা হয়।