Vicky Kaushal In Maha Kumbh (Photo Credit: PTI/X)

মহাকুম্ভে (Maha Kumbh 2025)  হাজির হলেন ভিকি কৌশল (Vicky Kaushal )। মাঘী পূর্ণিমার যোগে বৃহস্পতিবার প্রয়াগরাজে হাজির হন অভিনেতা। মহাকুম্ভে আসার তাঁর বহুদিনের ইচ্ছা ছিল। অবশেষে তা পূরণ হল বলে জানান ভিকি। পাশাপাশি বলিউড (Bollywood) অভিনেতা আরও বলেন, মহাকুম্ভে আসার তিনি সুযোগ পেয়েছেন। তাই নিজেকে সৌভাগ্যবান বলেও মনে করছেন বলে জানান বলিউডের এই প্রথম সারির অভিনেতা। প্রসঙ্গত মহাকুম্ভে সাধারণ মানুষের পাশাপাশি মুকেশ আম্বানি থেকে শুরু করে গৌতম আদানি, একের পর এক ধনকুবেররা যেমন হাজির হচ্ছেন, তেমনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকেও দেখা যাচ্ছে ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান করতে।

আরও পড়ুন: More Than 2 crore People Bathed Today In Maha Kumbh 2025: গিজ গিজ করছে মানুষ, মহাকুম্ভে তিল ধারনের জায়গা নেই, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান ২ কোটির বেশির, দেখুন ভিডিয়ো

মহাকুম্ভে হাজির হয়ে কী বললেন ভিকি কৌশল...