![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/pakistan.jpg?width=380&height=214)
Shaheen Shah Afridi Penalised: গতকাল, ১২ ফেব্রুয়ারি ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ম্যাচে আইসিসির নিয়ম ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি, সৌদ শাকিল (Saud Shakeel) ও কামরান গুলাম (Kamran Ghulam)। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন কোনও খেলোয়াড়, খেলোয়াড়ের সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনও ব্যক্তির সাথে অভদ্র ব্যবহারের নিয়ম ভাঙ্গায় আইসিসি কোডের ২.১২ ধারায় পেসার শাহিন শাহ আফ্রিদিকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এই ঘটনাটি দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৮তম ওভারে ঘটেছিল, যখন শাহিন ইচ্ছাকৃতভাবে ব্যাটার ম্যাথু ব্রিৎটজকে বাধা দেন। সেই সময় দক্ষিণ আফ্রিকার ব্যাটার সিঙ্গেল নিতে যাচ্ছিলেন। সেখানে শাহিন তাঁকে ছুঁয়ে যান এবং দুই খেলোয়াড়ের মধ্যে তখন কিছু ঝামেলা হয় বলে আইসিসির রিপোর্টে জানানো হয়েছে। Shaheen Afridi Matthew Breetzke Fight: দেখুন, করাচিতে মাঝ মাঠে ঝামেলায় জড়ালেন শাহিন আফ্রিদি, ম্যাথু ব্রিটৎজকে
আইসিসির নিয়ম ভেঙ্গে শাস্তির মুখে পাক তারকারা
Shaheen Shah Afridi, Saud Shakeel and Kamran Ghulam have all been slapped with fines and a demerit point each for separate Level 1 breaches of the ICC's code of conduct
Read more 👉 https://t.co/fMFjrxfr5l pic.twitter.com/130MXtehuJ
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 13, 2025
অন্যদিকে ২৯তম ওভারে রান আউটের পর ব্যাটার টেম্বা বাভুমার সঙ্গে খুব সামনে সেলিব্রেশন করায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয় সৌদ শাকিল ও কামরান গুলামকে। আইসিসির রিপোর্ট বলছে, দুই খেলোয়াড়কে আইসিসি কোডের ২.৫ ধারার নিয়ম ভাঙায় দোষী সাব্যস্ত করা হয়। সেই নিয়মে বলা হয়েছে যে এমন কোনও ভাষা বা অঙ্গভঙ্গি না ব্যবহার করা যাতে ব্যাটারের কাছ থেকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া পাওয়া যায়। আর্থিক জরিমানা ছাড়াও এই তিন খেলোয়াড় তাদের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। গত ২৪ মাসে এটি এদের প্রথম অপরাধ। সব খেলোয়াড় নিজের সব দোষ মেনে নিয়েছেন তাই এর কোনও আনুষ্ঠানিক শুনানি হবে না।
টেম্বা বাভুমার খুব কাছ থেকে সেলিব্রেশন
Fireworks all around! 🥵
Temba Bavuma is dismissed by a brilliant throw from Saud Shakeel, but its the feisty celebrations that are grabbing the limelight! 😏#TriNationSeriesOnFanCode pic.twitter.com/glTykGVqS9
— FanCode (@FanCode) February 12, 2025