![](https://bnst1.latestly.com/uploads/images/2024/07/Dead%20Body.jpg?width=380&height=214)
ফের পণের দাবিতে মৃত্যু হল এক গৃহবধূর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার (Malda) ইংরেজবাজারের আনন্দীপুর এলাকায়। জানা যাচ্ছে, মহিলার ৫ বছরের শিশুর সামনেই অত্যাচার করে খুন করা হয়। পুুলিশের সামনেও সেই কথা জানায় সে। সেই অভিযোগের ভিত্তিতে মৃতার শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও স্বামী ও শ্বশুর ঘটনার পর থেকেই পলাতক। তাঁদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি অভিযান। অন্যদিকে দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পণের দাবিতে অত্যাচার
জানা যাচ্ছে, বছর ছয়েক আগে নরহাট্টা গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্গাপুর গ্রামের আমিলি বিবির সঙ্গে বিয়ে হয় আনন্দীপুরের বাসিন্দা আজিজুর রহমানের। বিয়ের পর প্রথমদিকে সবকিছু ঠিক থাকলেও পরবর্তীকালে পণের জন্য আমিলিকে চাপ দিতে থাকে আজিজুর ও তাঁর পরিবার। আর সেই কারণে হামেশাই তাঁর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হত। মাঝেমধ্যে আমিলির পরিবারের লোকজনেরা এসে ঝামেলা মেটাত।
বাপেরবাড়িতে ফোন করে মৃত্যুর খবর জানানো হয়
অভিযোগ, বুধবার রাত থেকেই ফের মহিলার ওপর অত্যাচার শুরু করে পরিবার। ভোররাতের দিকে তাঁকে শ্বাসরোধ করে খুন করে। তারপরেই তাঁকে ঝুলিয়ে দিয়ে আমিলির বাপের বাড়িতে ফোন করে জানায় সে আত্মঘাতী হয়েছেন। মৃতার বাবা নুরুল হক এবং পরিবারের বাকি সদস্যরা ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে। এবং তারপরেই থানায় অভিযোগ দায়ের করা হলে মৃতার শাশুড়িকে গ্রেফতার করে পুলিশ।