![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/32-194.jpg?width=380&height=214)
ফের খবরের শিরোনামে আপ বিধায়ক আমানাতুল্লাহ খান (Amanatullah Khan)। দিল্লি পুলিশের কর্তব্যরত অফিসারদের ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু গ্রেফতারি এড়ানোর জন্য দিল্লি আদালতে আগে থেকেই আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। তা এদিন মঞ্জুর হয়, তবে আদালতের নির্দেশে এদিন তদন্ত প্রক্রিয়ায় যোগ দিতে জামিয়া নগর থানায় (Jamia Nagar Police Station) যান আমানাতুল্লাহ। তবে যেহেতু তাঁর আগাম জামিন ছিল, সেই কারণেই এদিন এড়ানো গিয়েছে গ্রেফতারি। সাংবাদিকদের মুখোমুখি হতেই আপ বিধায়ক বলেন, যেহেতু এই মামলাটি বিচারাধীন রয়েছে, সেহেতু আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না।
পুলিশের ওপর হামলার প্ররোচনায় অভিযুক্ত আমানাতুল্লাহ
প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি জামিয়া নগর এলাকায় ২০১৮ সালের একটি ঘটনায় অভিযুক্ত শাহবাজ খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে চড়াও হয় স্থানীয় আপ নেতৃত্ব। পুলিশের অভিযোগ, সেদিনের হামলায় প্ররোচনা দিয়েছিলেন খোদ আপ বিধায়ক। এবং ঘটনাস্থলে তাঁকে দেখাও যায়। পরবর্তীকালে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপর অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের
সেই হামলার ঘটনায় আপ বিধায়কের নামে সম্প্রতি অভিযোগ দায়ের করা হয়। তারপরেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতেই আদালতের দারস্থ হন আমানাতুল্লাহ। তারপরেই আদালতের তরফ থেকে তাঁর আগাম জামিন মঞ্জুর করে।