RG Kar accused Sanjay Roy (Photo Credits: ANI)

সোমবার, ১১ নভেম্বর থেকে শিয়ালদহ আদালতে শুরু হয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী পড়ুয়া চিকিৎসকের খুন এবং ধর্ষণ মামলার (RG Kar Case) বিচার। 'ইন ক্যামেরা' অর্থাৎ বন্ধ কক্ষে বিচার শুরু হয়েছে। ফলে যে বা যারা এই মামলার সঙ্গে যুক্ত নয় তাঁদের কাউকেই আদালতকক্ষে রাখা হয়নি। প্রায় তিন ঘণ্টা ধরে চলে প্রথম দিনের বিচার প্রক্রিয়া। বিচার শেষ ধৃত সঞ্জয় রায়কে (Sanjay Roy) আদালত থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময়ে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। ধৃত সিভিক ভলেন্টিয়ার প্রিজন ভ্যান থেকেই চিৎকার করেন, তাঁকে ফাঁসানো হয়েছে। সরাসরি তৎকালীকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের (Vineet Goyal) নাম করে সঞ্জয় বলেন, বিনীত গোয়েল ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসিয়েছেন।

গত সোমবার, ৪ নভেম্বর শিয়ালদহ আদালতে ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। সেদিনও আদালত থেকে বেরনোর পর তারস্বরে চিৎকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করেন তিনি। সেদিন তাঁর অভিযোগ ছিল, তাঁকে 'ফাঁসানো' হয়েছে। সরকার তাঁকে ফাঁসাচ্ছে। তাঁর ডিপার্টমেন্টও তাঁকে ভয় দেখাচ্ছে।

প্রিজন ভ্যানে উঠে কী বললেন ধ সঞ্জয়, দেখুন...

এই ঘটনার ঠিক এক সপ্তাহ পর ১১ নভেম্বর থেকে শিয়ালদহ আদালতে শুরু হয়েছে আরজি মামলার বিচার। এক সপ্তাহের মধ্যে একেবারে নাম করে অভিযোগের আঙুল তুললেন ধৃত সিভিক ভলেন্টিয়ার। প্রিজন ভ্যানের জানলা থেকে চিৎকার করে মিডিয়ার উদ্দেশ্যে এদিন সঞ্জয় বলেন, 'বড় বড় অফিসার। আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে'।

 

 

আরজি করের (RG Kar Rape and Murder Case) ঘটনার পর থেকে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন  আন্দোলনকারী চিকিৎসকেরা। ঘটনার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। আন্দোলনকারীদের বিক্ষোভের চাপে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে (Vineet Goyal) সরান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর জায়গায় কলকাতার নতুন সিপি হন মনোজ ভর্মা।