কলকাতা, ১৯ ডিসেম্বর: আবহাওয়া দপ্তরকে (Weather) আর বিড়ম্বনায় ফেলল না, শীত (Winter)। একেবারে নোটিস দিয়েই রাজ্যে হু হু করে ঢুকে পড়ল উত্তুরে হাওয়া। পৌষের প্রথমেই হৃদয় কাঁপিয়ে তার আগমণ। আগামী অন্তত ৩-৪ দিন ধরে থিতু হওয়ারও ইঙ্গিত দিচ্ছে শীত। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। মরশুমের শীতলতম দিন। ২ দিনে কলকাতার পারদ নেমেছে ৬ ডিগ্রি। আগামী বেশ কয়েকদিন এমনই থাকবে আবহাওয়ার পরিস্থিতি। জানালো আলিপুরের হাওয়া অফিস। আকাশ নির্মেঘ সঙ্গে উপরি পাওনা হিসেবে ঝকঝকে রোদ্দুর। আর তার সঙ্গেই একেবারে মিষ্টি অতিথির মতো ঘরে ঢুকে পড়েছে কনকনে হিমেল বাতাস। একেবারে হাড় কাপিঁয়ে দিয়ে যাচ্ছে।
বুধবার ভোররাত থেকেই আকাশ পরিষ্কার। দিনকয়েক আগে শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝার হাত ধরে প্রবল তুষারপাত হয়েছে হিমালয়ের পাহাড়ে। ঝঞ্ঝা সরে যেতেই সেই তুষার ছোঁয়া বাতাস নেমে এসেছে সমতলে। কোনও বাধা না-থাকায় উত্তুরে-পশ্চিমি বাতাসও সরাসরি ঢুকে পড়েছে বাংলার অন্দরে। সকাল হতে না হতেই সোয়েটারে রঙিন হয়ে বেরিয়ে পড়েছে বাচ্চারা। বড়দের গায়েও রংবেরঙের সোয়েটার, জ্যাকেট, জাম্পস্যুট। আরও পড়ুন-West Bengal Weather Update: পয়লা পৌষেই জাঁকিয়ে শীত রাজ্যে, এক ধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি
শোনা যাচ্ছে, রবিবার পর্যন্ত ঠান্ডার দাপট বজায় থাকবে। তার পর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তবে ঠান্ডার আমেজ হারিয়ে যাবে না। অন্যদিকে শীতের শহরে বাতাসের দূষণেই মাথাব্যথা পরিবেশকর্মী থেকে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের। কিন্তু কলকাতায় চলতি মরসুমের এ যাবৎ শীতলতম দিনের ঝকঝকে আকাশ চিন্তা কিছুটা দূর করল তাঁদের। দু'দিন আগেই শহরের বাতাসের গুণমান-সূচকের রং ছিল কমলা। বুধবার কমলা বদলে হয়েছে হলুদ, যা পর্ষদ আধিকারিকদের ভাষায় 'মাঝামাঝি'। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এর পিছনে যেমন মাসখানেক ধরে দূষণ রোধে বিভিন্ন পদক্ষেপ বড় কারণ, তেমনই রয়েছে হাওয়ার 'হাতযশ'ও। তবে জাঁকিয়ে শীত যে বঙ্গবাসীর মনে আনন্দের রেশ বয়ে এনেছে, তাতে কোনও সন্দেহ নেই।