কলকাতা, ১৬ মে: করোনার (Corona Virus) দ্বিতীয় ঢেউয়ের পর আজ রাজ্যে কার্যত লকডাউনের (Lockdown) প্রথম দিন। সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত খুচরো দোকান বন্ধ হওয়ার পর একেবারে শুনশান রাস্তাঘাট। কঠোর লকডাউন লাগু করতে, বিধিনিষেধ বজায় রাখতে রাস্তায় নেমে কাজ করছে পুলিশ। সকাল থেকে রাস্তায় লোক চোখে পড়েনি। করোনা শৃঙ্খল ভাঙার লড়াইয়ে কার্যত লকডাউনের শুরুটা কোথাও সেভাবে মানুষের জমায়েত নজরে এল না। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডায়গায় চলছে নাকা চেকিং। আরও পড়ুন: West Bengal Announces Complete Lockdown: রাজ্যে লকডাউনে কী খোলা থাকছে, কী সম্পূর্ণ বন্ধ
#MaskUpKolkata#AwarenessMiking#StaySafe https://t.co/kCQitJzj4P
— Kolkata Police (@KolkataPolice) May 16, 2021
সকাল ১০টার পর থেকে বেহালা (Behala) থেকে বালিগঞ্জ (Ballygunge), বালি থেকে বালিগঞ্জ, টালা থেকে টালিগঞ্জ। একেবারে ফাঁকা রাস্তা দেখা যেতে থাকে। কার্যত লকডাউনে সবচেয়ে সমস্যায় পড়েছেন দূরপাল্লার ট্রেনে আসা যাত্রীরা।
#AwarenessMiking https://t.co/zb2i6GwhB8
— Kolkata Police (@KolkataPolice) May 16, 2021
শিয়ালদা স্টেশনে নেমে বড় সমস্যার মুখে পড়েছেন তারা। কারণ পর্যাপ্ত ট্যাক্সি নেই। ট্যাক্সিচালকরা আকাশছোঁয়া ভাড়া চাইছেন বলেও অভিযোগ। তবে হাওড়া স্টেশনের অবস্থা মন্দের ভাল।
#SanitizationDrive https://t.co/2sfm5ZNDaD
— Kolkata Police (@KolkataPolice) May 16, 2021
দেশের বিভিন্ন রাজ্যের মত পশ্চিমবাঙলাতেও জারি হয়েছে লকডাউন (West Bengal Lockdown)। করোনা (Corona Virus) সংক্রমণে বাড়তে থাকায় শেষ অবধি লকডাউনের পথেই হাঁটতে বাধ্য হয় রাজ্য সরকার। গতকাল, শনিবার সাংবাদিক বৈঠক করে লকডাউনের ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় (Alapan Banerjee)। আজ, রবিবার ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত লকডাউন থাকবে। বন্ধ আছে মেট্রো, বাস। কেবলমাত্র চালু রয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পরিবহন। খোলা আছে হোম ডেলিভারি, ই-কমার্স। বন্ধ আছে সব সরকারি ও বেসরকারি অফিস। ওষুধের দোকান ও চশমার দোকান খোলা থাকবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক (West Bengal Board Exam) পরীক্ষা জুন মাসে হবে না। চলতি মরশুমের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে, সে বিষয়ে মধ্যশিক্ষা পর্যদের তরফে বিজ্ঞপ্তি জারি করে সবকিছু জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আসুন দেখে নেওয়া যাক রাজ্যে লকডাউনে কী কী কতক্ষণ খোলা, কতক্ষণ বন্ধ
ব্যাঙ্ক সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে।
জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে অটো ও ট্যাক্সি পরিষেবা
ই কমার্স ও হোম ডেলিভারি খোলা থাকবে।
সমস্ত শিল্প প্রতিষ্ঠান, কারখানা এবং ফ্যাক্টারি বন্ধ থাকবে।
বন্ধ থাকবে মদের দোকান।
সমস্ত গণপরিবহণ, বাস এবং মেট্রো পরিষবা বন্ধ থাকবে।
চা বাগানে ৫০% কর্মী নিয়ে কাজ করতে পারবে।
জুটমিলে কেবলমাত্র ৩০% কর্মী/শ্রমিক নিয়ে কাজ করতে পারবে।
স্কুল, কলেজ এবং সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
খুচরো দোকান শুধুমাত্র সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকবে।
মিষ্টি ও মাংসের দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
বিয়েবাড়িতে ৫০ জন ও শ্রাদ্ধ অনুষ্ঠানে ২০ জনের বেশি উপস্থিত থাকা যাবে না।
ওষুধের দোকান ও চশমার দোকান খোলায় কোনও বাধা নেই।
ওষুধ ও খাদ্য পরিষেবা পরিবহণ ছাড়া আন্ত:রাজ্য ট্র্যাক চলাচল ও পণ্য সরবরাহ বন্ধ থাবে।
সব ধরনের রাজনৈতিক, বিনোদনী, সাংস্কৃতিক ও ধর্মীয় জমায়েত নিষিদ্ধ।
পার্ক, অভয়ারণ্য এবং চিড়িয়াখানা বন্ধ রাখা থাকবে।
শপিং কমপ্লেক্স, মল, রেস্তোঁরা, সেলুন, জিম, সুইমিং পুল বন্ধ থাকবে।