বেজিং, ১১ এপ্রিল: করোনার (Corona) চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় কাঁপছে চিন (China)। বিশেষ করে সাংহাই। করোনার জেরে সাংহাইতে ঘরবন্দি সাধারণ মানুষ। রিপোর্টে প্রকাশ, সোমবার সাংহাইতে (Shanghai ) নতুন করে ২৬,০৮৭ জন করোনায় আক্রান্ত। ফলে চিনের এই অন্যতম বড় শহরে ঘরবন্দি হয়ে পড়ায় মানুষের আশঙ্কা ক্রমশ বাড়ছে। ফলে সাংহাইতে প্রতিদিন যেভাবে সংক্রমণের মাত্রা পাল্লা দিয়ে বাড়ছে, তাতে আতঙ্কে ভুগতে শুরু করেছে প্রায় গোটা বিশ্ব।
২০১৯ সাল চিনের উহান থেকে প্রথম করোনাভাইরাস ছড়াতে শুরু করে। ওই সময় উহান জুড়ে লকডাউন শুরু করে চিন। উহান থেকে ক্রমশ সেই ভাইরাস ছড়িয়ে পড়ে প্রায় গোটা বিশ্ব জুড়ে। করোনার হানাদারির ৩ বছরের মধ্যে এবার ফের নতুন করে চিনের অন্যতম বিলাসবহুল শহরে এই ভাইরাসের দাপাদাপি বাড়তে শুরু করেছে।
আরও পড়ুন: Deoghar: দেওঘরে 'ভয়াবহ' রোপওয়ে দুর্ঘটনা, মৃত্যু মহিলার, রবিবার রাত থেকে আটকে ৪৮ জন
চিনের পাশপাশি ইতালি, ফ্রান্স এবং অস্ট্রেলিয়াতেও বাড়ছে করোনার প্রকোপ। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে প্রতিদিন একের পর এক মানুষের সংক্রমণের খবর মিলছে।