দেওঘর, ১১ এপ্রিল: দেওঘরে রোপওয়ে দুর্ঘটনা। যার জেরে ১ মহিলার মৃত্যুর খবর মিলছে। গুরুতর আহত ৮ জন। দেওঘরে ত্রিকূট পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার সময় রবিবার হঠাৎ করে রোপওয়ে দুর্ঘটনা ঘটে। যার জেরে ১ মহিলার মৃত্যু হয় বলে খবর। অন্য আর এক মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ঘটনার পরপরই সেনা বাহিনী, বায়ুসেনা, আইটিবিপি এবং বিপর্যয় মোকাবিলাকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে জরুরি ভিত্তিতে। রোপওয়ে দুর্ঘটনার পর ৪৮ জন এখনও আটকে রয়েছেন বলে খবর। দুর্গতদের উদ্ধারেই একের পর এক বাহিনী পাঠিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়েছে।
Two Mi-17 helicopters are involved in rescue operations in Deoghar district of Jharkhand where several people are stuck in a ropeway trolley due to a mishap. The operations are still on: Indian Air Force officials
— ANI (@ANI) April 11, 2022
রিপোর্টে প্রকাশ, রোপওয়ে চলাকালীন টেকনিকাল সমস্যা দেখা দেয় কেবিল তারের মধ্যে। তার জেরেই ওই ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রবিবার রাতে দুর্ঘটনার পর বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তবে যে ৪৮ জন এখনও আটকে রয়েছেন দুর্ঘটনার পর থেকে, তাঁদের নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে প্রশাসনের।
Jharkhand | Two people got injured after a trolley got displaced from the ropeway at Trikut Hills in Deoghar. They have been shifted to hospital. Several people (got stuck due to closing of ropeway) are still there. NDRF team present at the spot & will evacuate all: Deoghar DC pic.twitter.com/SgX6XRoYVp
— ANI (@ANI) April 10, 2022