Smriti Irani (Photo Credit: Twitter)

দিল্লি, ১১ এপ্রিল:  এলপিজির (LPG) দাম কেন বাড়ছে? পেট্রোল (Petrol), ডিজেলের দাম কেন সাধারণ মানুষের নাগালের বাইরে? বিমানের মধ্যে এমনই প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে। কংগ্রেস নেত্রী নেত্তা ডিসুজার প্রশ্নের উত্তরে মোদী মন্ত্রিসভার সদস্য স্মৃতি ইরানি (Smriti Irani)যা বলেন, তা আপাতত ভাইরাল সোশ্যাল নেটওয়ার্কে।

কংগ্রেস (Congress) নেত্রী নেত্তা ডিসুজা সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন। যেখানে দিল্লি-গুয়াহাটি বিমানের মধ্যে স্মৃতি ইরানির সঙ্গে দেখা হয় কংগ্রেস নেত্রীর। কেন্দ্রীয় মন্ত্রীকে সামনে পেয়ে বিমানের মধ্যেই জ্বালানি তেলের দাম কেন এভাবে বাড়ছে বলে প্রশ্ন তোলেন কংগ্রেস নেত্রী। ফলে স্মৃতি ইরানির সঙ্গে কংগ্রেস নেত্রীর মুখোমুখি বিতর্ক শুরু হয়ে যায়। জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন করলে স্মৃতি ইরানি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের নাম করেন। কেন্দ্রীয় সরকারের তরফে মানুষকে যেমন টিকা দেওয়া হয়েছে, তেমনি রেশনও বিনামূল্যে দেওয়া হয়েছে বলে জানান স্মৃতি ইরানি। এমনকী, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় মন্ত্রী গরীবকে দেওয়া বিভিন্ন প্রকল্পের উপর তার দায় চাপাতে চান বলেও অভিযোগ করেন কংগ্রেস নেত্রী।

আরও পড়ুন:  Russia-Ukraine War: ইউক্রেনের স্টেশনে রাশিয়ার রকেট হামলায় নিহত বহু, পুতিন বাহিনীর বিরুদ্ধে তীব্র আক্রমণ জেলেনস্কির

গুয়াহাটিগামী বিমানের অন্দরে স্মৃতি ইরানির সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর ওই তর্ক, বিতর্কের ভিডিয়ো আপাতত ভাইরাল সামাজিক মাধ্যমে। দেখুন সেই ভিডিয়োো...