কলকাতা, ১০ ডিসেম্বর: ডিসেম্বর যতই এগোচ্ছে ততই দক্ষিণবঙ্গকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরছে কুয়াশা। বৃহস্পতিবার কলকাতায় (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বুধবার রাত থেকেই নামছে পারদ। আজও খানিকটা নামতে পারে বলে মনে হচ্ছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় প্যাচপেচে আবহাওয়া ডিসেম্বরেও বিদ্যমান। বাতাসে সর্বোচ্চ ৯৯ শতাংশ জলীয় বাষ্প রয়েছে। শুধু শহর কলকাতাই নয়, দিনভর কুয়াশায়মুড়ে রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া হুগলি এবং বর্ধমানও। আজ ডিসেম্বরের ১০তারিখ হয়ে গেলেও চেনা ছন্দে শীত ফেরেনি বীরভূমেও। কুয়াশার কারণে সকালের দিকে শীতের আমেজ থাকলেও রোদ্দুরের আগমনের প্রায় সঙ্গে সহ্গেই গায়েব হচ্ছে শীত। আরও পড়ুন-Coronavirus Cases In India: বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৭.৬৭ লাখ
দক্ষিণবঙ্গ কুয়াশা মুড়ে থাকলেও উত্তরবঙ্গে স্বাভাবিক নিয়মে শীত এসেছে। তবে অন্যান্য বারের তুলনায় অনেকটাই কম। এদিক প্রতিদিন চলছে ঝিরিঝিরি বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এর জেরে ঠান্ডাও পড়বে জাঁকিয়ে। অন্যদিকে দক্ষিণবঙ্গের আরও তিন জেলা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও কুয়াশার সতর্কবার্তা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস মতো যতই কুয়াশা থাকুক দক্ষিণবঙ্গে পৌষের শীত পড়তে পড়তে সেই ডিসেম্বরের ১৫ তারিখ। শুধু থাকবে শীতের আমেজ। পশ্চিমবঙ্গের দক্ষিণাংশের মতো কুয়াশার চাদরে ঢেকেছে প্রতিবেশী বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ড রাজ্যও।