Pratul Mukhopadhyay Dies (Photo Credits: X)

সঙ্গীতের জগতে নামল অন্ধকার। শনিবার সকালে সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যু সংবাদে সঙ্গীত মহলকে শোকের ছায়া গ্রাস করেছে। দীর্ঘ অসুস্থতার পর মৃত্যুর কোলে ঢোলে পড়লেন শিল্পী। শনিবার সকালে এসএসকেএম (SSKM) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ গীতিকার। (Pratul Mukhopadhyay)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩। প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শোকবার্তা জানিয়েছে বাংলার সঙ্গীত জগত। শিল্পীর প্রয়াণের খবর পেয়েই হাসপাতালে ছুটে যান মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রতুল মুখোপাধ্যায়। একেবারেই শয্যাশায়ী ছিলেন। দিন কয়েক আগে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মেন ব্লকে ভর্তি ছিলেন তিনি। প্রবীণ সঙ্গীত শিল্পীর চিকিৎসার জন্যে হাসপাতালের তরফে বিশেষ মেডিক্যাল বোর্ড করা হয়েছিল। কয়েকদিন আগেই শিল্পীকে হাসপাতালে দেখে এসেছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার সকালে এল তাঁর মৃত্যুবার্তা। চোখ বুজলেন প্রতুল মুখোপাধ্যায়ে।

প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে মমতার শোকবার্তাঃ

বাংলার সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল তারকা ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। শিল্পীর মরদেহ আনা হয়েছে রবীন্দ্রসদনে। সাধারণ মানুষের দর্শনের জন্যে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দেহ রাখা হবে সেখানে। গান স্যালুট দিয়ে শেষ বিদায় জানানো হবে শিল্পীকে। প্রতুল মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্রসদনে আসবেন মুখ্যমন্ত্রী মমতাও। বিকেল ৪টে নাগাদ আসবেন তৃণমূল সুপ্রিমো।