অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অর্থ বরাদ্দ হল। না, কেন্দ্রের তরফ থেকে নয়, বরং রাজ্য সরকার অবশেষে এই কাজের জন্য ১৫০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। চলতি সপ্তাহেই বিধানসভায় বাজেট পেশ হয়েছে। যেখানে অর্থ মন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হয়। এই বাজেটের প্রথম ভাগের টাকা অর্থাৎ ৫০০ কোটি টাকা দেওয়া হবে। এই নিয়ে রবিবারেই ঘাটাল টাউন হলে মনিটারিং কমিটির বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন সাংসদ দেব। এই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। আর আগামীদিনে যাতে দ্রুত এই কাজ শুরু করা হয়, সেই নিয়েও আলোচনা হয়েছে।

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মনিটারিং কমিটির বৈঠকে দেব

বৈঠক থেকে বেরিয়ে দেব জানান, "এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেকেই অনেক কিছু ভাবছেন। কেউ ভাবছেন জমি কেটে করা হলে তাঁদের এলাকায় যদি বন্যা হয়, এই ধরনের অনেক প্রশ্ন উঠছে। সেই ইস্যুগুলি নিয়ে কাজ শুরু হবে। এর জন্য যেন কারোর ক্ষতি না হয় সেই বিষয়টি অবশ্যই দেখা হবে। আগামীকাল থেকে আবারও এই নিয়ে একটি টিম মাঠে নামবেন। দ্রুত সমস্যার সমাধান করে কাজে নামতে হবে"।

সাংসদ দেবের বক্তব্য

সুস্থ রাজনীতির জয়, বললেন দেব

দেব আরও বলেন, "ঘাটাল লোকসভার মধ্যে মোট ৭টি বিধানসভা কেন্দ্র রয়েছে। যারমধ্যে ৬টি কেন্দ্রে তৃণমূল জিতেছে। একটি কেন্দ্রে হেরেছে। সেখানেও তো এই কাজ হচ্ছে। এর থেকে এটাই পরিস্কার যে এটা ঘাটালবাসীদের জয়। এবং সর্বোপরি সুস্থ রাজনীতির জয় হয়েছে। ঘাটালবাসীদের কাছে ভোটের আগে কথা রাখা হয়েছিল। আর সেটা আমরা রেখেছি। এরকমই তো রাজনীতি হওয়া উচিত। আমি তো লোকসভা নির্বাচনে দাড়াব না ভেবেছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রী আমায় কথা দিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন। আর ভোটের পর সেই কথা রেখেছেন দিদি"।