![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2024/03/59-4.jpg?width=380&height=214)
আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দুটি ফ্র্যাঞ্চাইজি হল মুম্বই ইন্ডিয়ন্স ও চেন্নাই সুপার কিংস। আসন্ন আইপিএলে লিগ পর্বে তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই ও পাঁচবারের খেতাবজয়ী মুম্বই। আগামী ২৩ মার্চ চেন্নাইয়ের চিপকে এমএস ধোনি ব্রিগেড বনাম হার্দিক পান্ডিয়া- রোহিত শর্মাদের হাইপ্রোফাইল ম্যাচ। এরপর ফিরতি সাক্ষাতে ২০ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে দুই দল। পুরো ফিট থাকলেও হার্দিক অন্য একটি কারণে খেলতে পারবেন না এবারের আইপিএলে মুম্বইয়ের প্রথম ম্যাচে।
এর কারণ হার্দিক গত আইপিএলে তিনটি ম্যাচে স্লো ওভার রেট শাস্তিতে একটা ম্যাচে নির্বাসিত হন। গত আইপিএলের শেষ ম্যাচে হার্দিক এই সাজা পাওয়ায়, আসন্ন আইপিএলের প্রথম ম্যাচে শাস্তি হিসেবে প্রথম ম্যাচে খেলতে পারবেন না। হার্দিকের অনুপস্থিতিতে মুম্বইকে নেতৃত্ব দেওয়ার মত অনেক অপশনই রয়েছে। মুম্বই ইন্ডিয়ন্সে আছে টিম ইন্ডিয়ার তিন অধিনায়ক- রোহিত শর্মা, জশপ্রীত বুমরা ও সূর্যকুমার যাদব। গত আইপিএলেই রোহিতকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ন্স অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে দায়িত্ব দেওয়া হয়। আগামী ২৯ মার্চ, আমেদাবাদে মুম্বই ইন্ডিয়ন্সের দ্বিতীয় ম্য়াচ থেকে মুম্বইয়ের জার্সিতে মাঠে নামতে পারবেন অধিনায়ক হার্দিক।
এবারের আইপিএলে ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, মিচেল স্যান্টারদের বোলারদের দলে নিয়েছে মুম্বই। সঙ্গে আছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া, জশপ্রীত বুমরা, রোহিত, সূর্যকুমার যাদব, তিলক ভর্মা-র মত তারকারা।