প্রতীকী ছবি (Photo Credits: File Image)

খাস কলকাতায় আবারও দুষ্কৃতী তাণ্ডব। শনিবার রাতে প্রকাশ্য রাস্তায় জনা ১৫ দুষ্কৃতী ঘিরে ধরে ২ ব্যবসায়ীর ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারল। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে একজনের অবস্থায় আশঙ্কাজনক। ভবানীপুর থানায় (Bhawanipur Police Station) অভিযোগ দায়ের হলে ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, দুষ্কৃতীরা দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীদের থেকে টাকা চাইছিল। সেই টাকা দিতে না পারাতেই এই হামলা চালানো হয়েছে।

নিউ মার্কেটে ব্যবসায়ীদের ওপর দুষ্কৃতী হামলা

জানা যাচ্ছে, এদিন রাতে নিউ মার্কেটে (New Market) ব্যবসা সেরে ফিরছিলেন রামানুজ সিং ও তাঁর ভাই। এসএসকেএম হাসপাতালের উল্টোদিকে হরিশ মুখার্জী রোডের ওপর তাঁদের পথ আটকায় ১৫ জনের দুষ্কৃতী। এদের মধ্যে কেউ ছিল বাইকে এবং কেউ এসেছিল গাড়িতে। হামলাকারীরা ঘিরে ধরে তাঁদের ওপর ধারালো অস্ত্রের কোপ মারে। আহত অবস্থায় তাঁদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে।

২ লক্ষ টাকা না দিতে পারায় হামলা চালানো হয় ব্যবসায়ীদের ওপর

আহত ব্যবসায়ীরা জানিয়েছেন, এর আগেও তাঁদের থেকে টাকা চাওয়া হয়েছিল। সেই সময় ৩ লক্ষ টাকা দেওয়া হয়। সম্প্রতি আবার তাঁরা ২ লক্ষ টাকা দাবি করে। সেই টাকা দিতে রাজি না হওয়ার কারণেই এই হামলা চালানো হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা ব্যবসায়ীদের পূর্ব পরিচিত ছিল বলেই জানা যাচ্ছে।