Kolkata Knight Riders (Photo Credit: KKR/ X)

KKR IPL Schedule 2025: আজ, রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্পূর্ণ সূচি ঘোষণা করেছে বিসিসিআই। ১০ দলের লিগটি ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ১২ দিন পরে শুরু হবে এবং ফ্র্যাঞ্চাইজিগুলির ১০টি হোম গ্রাউন্ড সহ গুয়াহাটি (রাজস্থান রয়্যালসের দ্বিতীয় ভেন্যু) এবং ধর্মশালা (পাঞ্জাব কিংসের দ্বিতীয় ভেন্যু) সহ ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আইপিএল ২০২৫ মরসুমের প্রথম ম্যাচে খেলবে। আগামী ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতার ফ্র্যাঞ্চাইজি। কেকেআরের আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায়। গত বছরের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের ট্রফি জিতেছিল কেকেআর। এর আগে ২০১২ ও ২০১৪ আসরের ট্রফি জিতেছিল শাহরুখ খানের দল। Mumbai Indians IPL 2025: আইপিএলে আল্লাহ গজানফারের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সে এলেন মুজিব উর রহমান

কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ সূচি

২২ মার্চ (শনিবার)- কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি), কলকাতা

২৬ মার্চ (বুধবার)- কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস (আরআর), গুয়াহাটি

৩১ মার্চ (সোমবার)- কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই), মুম্বাই

৩ এপ্রিল (বৃহস্পতিবার)- কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ), কলকাতা

৬ এপ্রিল (রবিবার)- কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস (এলএসজি), কলকাতা

১১ এপ্রিল (শুক্রবার)- কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস (সিএসকে), চেন্নাই

১৫ এপ্রিল (মঙ্গলবার)- কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস (পিবিকেএস), নিউ চণ্ডীগড়

২১ এপ্রিল (সোমবার)- কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটানস (জিটি), কলকাতা

২৬ এপ্রিল (শনিবার)- কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস (পিবিকেএস), কলকাতা

২৯ এপ্রিল (মঙ্গলবার)- কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস (ডিসি), দিল্লি

৬ মে (রবিবার)- কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস (আরআর), কলকাতা

৭ মে (বুধবার)- কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই), কলকাতা

১০ মে (শনিবার)- কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ), হায়দরাবাদ

১৭ মে (শনিবার)- কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি), বেঙ্গালুরু

কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ স্কোয়াডঃ রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, রমনদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, আনরিচ নর্টজে, অংকৃষ রঘুবংশী, বৈভব অরোরা, ময়ঙ্ক মারকান্ডে, রোভম্যান পাওয়েল, মণীশ পাণ্ডে, স্পেন্সার জনসন, লভনিথ সিসোদিয়া, অনুকূল রায়, মঈন আলি, উমরান মালিক।