Sukesh Chandrashekhar, Jacqueline Fernandez (Photo Credit: X)

নয়া দিল্লি, ১৪ ফেব্রুয়ারিঃ জেলবন্দি থেকেও ছেদ পড়েনি ভালোবাসায়। প্রেম দিবসে প্রেমিকা জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) জন্যে এল বিশালাকার উপহার। জেলে বসেই দু-পৃষ্ঠার চিঠি লিখলেন প্রেমিককে। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে  (Valentine's Day 2025) উপলক্ষে অভিনেত্রী জ্যাকলিনের জন্যে একটি ব্যক্তিগত বিমান উপহারে পাঠালেন সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar)।

শুধু তাই নয়, জ্যাকলিনের নামের আদ্যক্ষর দিয়ে বিমানটির নাম রেখেছেন জে এফ (J F)। প্রেমপত্রে সুকেশ এও দাবি করেছেন, বিমানের নিবন্ধন নম্বরটিও প্রেমিকা জ্যাকলিনের জন্ম তারিখ দিয়ে করা। চিঠিতে সুকেশ লেখেন, 'আমার ভ্যালেন্টাইন্স জ্যাকি, প্রথমেই তোমাকে জানাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা। এই ভ্যালেন্টাইন্স দিবস অত্যন্ত বিশেষ কারণ এটি আমাদের জীবনের বাকি ভ্যালেন্টাইন্স ডে একসাথে কাটানোর মাত্র এক ধাপ দূরে...'।

ভ্যালেন্টাইন্স ডেতে জ্যাকলিনকে জেলে বসেই উপহার সুকেশেরঃ

২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে সুকেশের বিরুদ্ধে। নয়াদিল্লির মান্ডোলি জেলে বন্দি রয়েছেন তিনি। কারাবাস থেকে প্রায়ই প্রেমিকা জ্যাকলিনের জন্য প্রেমপত্র লিখে পাঠান তিনি। পাঠান নামিদামি উপহারও।