![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/1-12270563.jpg?width=380&height=214)
দিন যত গড়াচ্ছে ইন্ডিয়াস গট ল্যাটেন্ট (India’s Got Latent) শো নিয়ে ততই নতুন বিতর্কিত তথ্য সামনে আসছে। শুক্রবার এই শো-এর সঙ্গে যুক্ত ৮ সদস্যকে তলব করেছিল মুম্বই পুলিশ। যেখানে তাঁদের বক্তব্য রেকর্ড করা হয়। এই আট সদস্যের মধ্যে ছিলেন শো-এর ভিডিয়ো এডিটর প্রথম সাগর। তিনি জানান, রণবীর এলাহাবাদিয়ার বাবা-মা নিয়ে বিতর্কিত মন্তব্য প্রথমে বাদ দেওয়ার কথা ছিল, কিন্তু তাঁকে ওই মন্তব্য রাখার নির্দেশ দিয়েছিল শো-এর প্রধান ক্রিয়েটার সময় রায়না (Samay Raina)। ফলে স্বাভাবিকভাবেই আগামীদিনে সময় আরও বড় সমস্যায় পড়তে চলেছে, তা বোঝাই যাচ্ছে।
যোগাযোগ করা যাচ্ছে না রণবীরের সঙ্গে
যদিও এখনও মুম্বই পুলিশ রণবীর এলাহাবাদিয়া, সময় রায়না এবং জসপ্রীত সিংকে তলব করেনি। তবে শুক্রবার তদন্তকারীরা রণবীরের খোঁজ নিতে বাড়িতে গেলে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায় না। ইউটিউবার এবং তাঁর আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন সুইচড অফ আসে। এবং বাড়িতেও তালা ঝোলানো ছিল। তারপর থেকেই পুলিশ আন্দাজ করছে সম্ভবত জেরার মুখোমুখি না হতেই গা ঢাকা দিয়েছেন রণবীর।
দেখুন পোস্ট
Police have recorded statements from eight people in the India's Got Latent case. Video editor Pratham Sagar claimed Samay Raina instructed him to upload a controversial clip. Police are yet to question Jaspreet Singh, Samay Raina, and Ranveer Allahbadia, warning of legal action… pic.twitter.com/2rVCQaTyrs
— IANS (@ians_india) February 14, 2025
রণবীরদের উদ্দেশ্যে হুঁশিয়ারি পুলিশের
তাই এদিন পুলিশের তরফ থেকে রণবীর, সময় ও জসপ্রীতকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। আগামী দিনে তাঁদের তলব করা হলে তাঁরা সময়মতো যেন হাজিরা দিতে আসে, তা না হলে জারি হতে পারে গ্রেফতারি পরোয়ানা, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। যদিও অন্যদিকে রণবীরের আইনজীবী ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছেন বলে খবর।