Ranveer Allahbadia (Photo Credit: Instagram)

ইন্ডিয়াস গট ল্যাটেন্টে (India's Got Latent) বিতর্কিত মন্তব্য করার জন্য জনরোষের সম্মুখীন হয়েছেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। এই নিয়ে তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। বাধ্য হয়ে তাঁর আইনজীবী আগাম জামিনের জন্য সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছে। এই অবস্থায় শুক্রবার রণবীরের বাড়িতে মুম্বই পুলিশের আধিকারিকরা গেলে দেখতে পায় ঘরের সামনে তালা ঝুলছে। এমনকী তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যাচ্ছিল না। রণবীর ছাড়াও তাঁর আইনজীবী এবং পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছিল না বলে দাবি করে মুম্বই পুলিশ।

অন্যদিকে অবশ্য শনিবার রণবীর নিজেই টুইটারে এই নিয়ে মুখ খোলেন। এই প্রসঙ্গে তিনি বলেন, "আমি এবং আমার টিম পুলিশ ও তদন্তকারীদের সাহায্য করার জন্য রয়েছি। আইনি যথাযথ প্রক্রিয়া আমি অনুসরণ করব। বাবা-মা সংক্রান্ত আমার মন্তব্য অসংবেদনশীল ও অসম্মানজনক ছিল, এটা অস্বীকার করার কোনও জায়গা নেই। আমি দেখছি কিছু মানুষ আমাকে হত্যা করতে এবং আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে। আমি প্রতিনিয়ত মৃত্যুর হুমকি পাচ্ছি"।

দেখুন রণবীর এলাহাবাদিয়ার টুইট

রণবীর আরও বলেন, "কয়েকদিন আগে রোগীর ছদ্মবেশে আমার মায়ের ক্লিনিকে আক্রমণ করেছে। আমি যথেষ্ট আতঙ্কে রয়েছি। কী করব আমি বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে না। ভীত থাকলেও আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। ভারতের পুলিশ ও বিচারব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে"।