Train (Photo Credit: X)

নতুন দিল্লি, ১৬ ফেব্রুয়ারি: Maha Kumbh Mela Speacial Train:পদপিষ্টের ঘটনা নিয়ে তোলপাড়ের মাঝে মহাকুম্ভ মেলা স্পেশাল আরও চারটি ট্রেনের কথা ঘোষণা করল উত্তরাঞ্চল রেলওয়ে (Northen Railway)। মহাকুম্ভ মেলার ভিড় সামলাতে এই চারটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করল ভারতীয় রেল। এই চারটি মহাকুম্ভ স্পেশাল ট্রেনগুলি হল ১) ট্রেন নম্বর: 04420: নতুন দিল্লি স্টেশন থেকে প্রয়াগরাজ, ২) ট্রেন নম্বর: 04422:নতুন দিল্লি থেকে প্রয়াগরাজ, ৩) ট্রেন নম্বর: 04424: আনন্দবিহার থেকে প্রয়াগরাজ ও ৪) ট্রেন নম্বর: 04418: নতুন দিল্লি থেকে দ্বারভাঙায় একটি করে মহাকুম্ভ স্পেশাল ট্রেনের কথা ঘোষণা করল নর্দান রেলওয়ে।

প্রয়াগরাজ থেকে নয়াদিল্লি রেলস্টেশন। মহাকুম্ভকে ঘিরে পদপিষ্টের দুর্ঘটনা দেখে আঁতকে উঠেছে দেশ। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভে এখনও পর্যন্ত ৬০ কোটিরও বেশী মানুষ ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান করে ফেলেছেন। এতদিন হয়ে যাওয়ার পরেও মহাকুম্ভকে ঘিরে উতসাহ একটুও কমেনি। এখনও দিন দশেক , আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভ মেলা চলবে। শেষের কটা দিন প্রয়াগরাজে ভিড় আরও বাড়তে পারে। আর সেই ভিড় সামলাতে আরও চারটি মহাকুম্ভ স্পেশাল ট্রেনের কথা ঘোষণা উত্তরাঞ্চল রেলওয়ে ( Northen Railway)।

মহাকুম্ভ স্পেশাল ট্রেন

 

গতকাল, শনিবার থেকে আগামিকাল, সোমবার পর্যন্ত তিনটি মহাকুম্ভ স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস দেওয়া হয়েছে।