নতুন বছরে শুরুতে অর্থাৎ পুরনো বছরের শেষে সাবধানে থাকুন। এমনই সতর্কতা প্রচার শুরু করেছে কলকাতা পুলিশ। ৩১ ডিসেম্বর গোটা শহর জুড়ে সতর্ক থাকবে কলকাতা (Kolkata) পুলিশ। যে কোনও ধরনের বিপদের হাত থেকে সাধারণ মানুষকে উদ্ধার করতে হাজির থাকবেন কলকাতার ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police)কর্মীরা। শুধু তই নয়, নিউ ইয়ার ইভে ডিজের ভূমিকায় দেখা মিলবে কলকাতা ট্রাফিক পুলিশের। তাই তাদের কাছে বিনামূল্যে যাঁরা প্রবেশ করতে পারবেন, তাঁরা হলেন বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে যাঁরা অভিযুক্ত। মত্ত গাড়ি চালক। ট্রাফিক সিগন্যাল ভেঙে যাঁরা এগিয়ে যাবেন তাঁরা। হেলমেট না পরে বাইক চালালে ধরা হবে তাঁদের। এসবরে পাশাপাশি ট্রাফিক পুলিশের সমস্ত নিয়ম মেনে তবেই শহরের রাস্তায় প্রত্যেককে নামতে হবে। নিয়ম ভাঙলেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে। সেই সঙ্গে ডিজের ভূমিকায় থাকা কলকাতা পুলিশের অতিথি যাতে কাউকে না হতে হয়, সে বিষয়েও জারি করা হয়েছে সতর্কতা। কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলের তরফে এ বিষয়ে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে জনসাধারণের উদ্দেশে।
দেখুন কলকাতা পুলিশের তরফে কী জানানো হল...
This new year - Party Smart, Stay Safe!
And if you need a DJ, don't let it be us.#FollowTrafficRules #KolkataTrafficPolice #Awareness #SafetyFirst #SafeDriveSaveLife #NoDrunkDriving #WearHelmet #HappyNewYear2025 pic.twitter.com/KYXSSYpC8O
— Kolkata Traffic Police (@KPTrafficDept) December 30, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)