IND vs AUS Toss Update (Photo Credit: ICC/ X)

AUS vs IND 5th Test Toss Update: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ২০২৪-২৫ বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।  সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) শেষ টেস্টে মাস্ট উইন পরিস্থিতির মুখোমুখি রোহিত শর্মার নেতৃত্বাধীন দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জিততেই হবে ভারতকে। তবে সিডনিতে ভারতের রেকর্ড আত্মবিশ্বাস বাড়াচ্ছে না। ভারত এসসিজিতে ১৩ বার খেলেছে এবং মাত্র একবার জিততে সক্ষম হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচগুলো ড্রয়ে শেষ হয়: ১৩ বারের মধ্যে সাতবারই খেলা অচলাবস্থায় শেষ হয়; বাকি পাঁচবারই জিতেছে অস্ট্রেলিয়া। এসসিজিতে ভারতের সাম্প্রতিক রেকর্ড এই  যে এসসিজিতে তার শেষ তিনটি ম্যাচ ড্রয়ে শেষ হয়েছে। আকাশ দীপ পিঠের চোটের কারণে ছিটকে গেছেন। রোহিত শর্মাকে ঘিরে নানা জল্পনার পর তিনি এই টেস্টে থাকছেন না, তাঁর বদলে দলে এসেছেন শুভমন গিল। অস্ট্রেলিয়া মিচেল মার্শের পরিবর্তে বিউ ওয়েবস্টারকে নিয়ে এসেছে। AUS vs IND 5th Test Live Streaming: অস্ট্রেলিয়া বনাম ভারত, পঞ্চম টেস্ট, সরাসরি দেখবেন যেখানে

টসঃ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

অস্ট্রেলিয়ার একাদশঃ উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।

ভারতের একাদশঃ যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরা (অধিনায়ক), প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ।