শনিবার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নারকেলডাঙা (Narkeldanga) এলাকার একটি বস্তিতে। আগুন পুড়ে ছাঁই একাধিক বাড়ি। এমনকী এক স্থানীয় বাসিন্দারও মৃত্যু হয়েছে বলে খবর। দমকলের চেষ্টায় বেশ কয়েকঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও এই দুর্ঘটনায় সর্বস্ব হারিয়েছে একাধিক পরিবার। সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তবে তিনি যাওয়ার আগে থেকেই চাপা উত্তেজন শুরু হয়েছিল ওই এলাকায়। এমনকী মেয়র যাওয়ার পরেও স্থানীয় কাউন্সির সচিন সিংয়ের নামে অভিযোগ করেছিলেন। ফিরহাদ হাকিম অবশ্য গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

সমাজবিরোধীর বিরুদ্ধে অভিযোগ কাউন্সিলরের

তবে এরপর ঘটনাস্থল আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। যাকে নিয়ে তোলাবাজির অভিযোগ, সেই কাউন্সিলর সোজা নারকেলডাঙা থানায় পৌঁছায়। সেখানে সে এবং তাঁর অনুগামীরা ধরনা দেখাতে শুরু করে। তাঁর পাল্টা অভিযোগ. এলাকাবাসীদের সমাজবিরোধী পাপ্পু খান উস্কাচ্ছে। তাঁর জন্যই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অন্যদিকে থানায় গিয়ে পাল্টা বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্থরা।

অভিযোগ, পাল্টা অভিযোগে পালায় উত্তপ্ত  নারকেলডাঙা

দুপক্ষ সামনাসামনি যেতেই হাতাহাতি শুরু হয়। থানার সামনে এই ঘটনা দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করার চেষ্টা করেন। পরে পুলিশের সঙ্গে দুই পক্ষের হাতাহাতি হয়। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় আগুন লাগার কারণ হল স্থানীয় কারখানা। আগে বাসিন্দারা এই কারখানা বন্ধের জন্য কাউন্সিলরকে বলেছিলেন। কিন্তু তোলাবাজির কারণে সে এই কারখানা বন্ধ করতে চায়নি।