Ireland win Harare Test. (Photo Credits: X)

হারারে, ১০ ফেব্রুয়ারি: টেস্ট ক্রিকেটে জয়ের ধারা অব্যাহত রাখল আয়ারল্যান্ড (Irealnd Cricket Team)। হারারেতে জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে এক টেস্টের সিরিজে ৬৩ রানে জিতল আইরিশ দল। মাত্র ১০টা টেস্টে খেলা আয়ারল্যান্ড টানা ৩টি টেস্টে জয়ের নজির গড়ল। ২০১৮ সাল থেকে টেস্ট খেলা দেশের মর্যাদা পাওয়া আয়ারল্যান্ড গত বছর ফেব্রুয়ারিতে প্রথমবার পাঁছদিনের ক্রিকেটে জয়ের স্বাদ পায়। আয়ারল্যান্ডের এর আগের দুটি টেস্ট জয় ছিল- গত বছর নিজেদের দেশের মাঠ বেলফাস্টে জুলাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে আর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে টোসলারেন্স ওভালে আফগানিস্তানের বিরুদ্ধে। সেটাই ছিল টেস্ট ক্রিকেটে আয়ারল্যান্ডের প্রথম জয়।

অন্যদিকে, ১২ বছর ধরে দেশের মাটিতে টেস্ট জয় অধরা থাকল জিম্বাবোয়ের। শেষবার জিম্বাবোয়ে দেশের মাটিতে টেস্টে জিতেছিল ২০১৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে, হারারাতে।

হারারেতে টেস্ট জয় আয়ারল্যান্ড

প্রথম ইনিংসে আয়ারল্যান্ড করেছিল ২৬০ রান। এরপর ৭ রানের লিড নিয়ে প্রথম ইনিংস ২৬৭-তে অল আউট হয় জিম্বাবোয়ে। দ্বিতীয় ইনিংসে ২৯৮ রান করে অ্যান্ডি বালবিরনি-র নেতৃত্বে খেলা আয়ারল্যান্ড। টেস্ট জিততে হলে ২৯২ রান করতে হবে এমন শর্তে ব্যাট করতে নেমে চতুর্থ ইনিংসে জনাথন ক্যাম্বেলের নেতৃত্বে খেলা জিম্বাবোয়ে ২২৮ রানে অল আউট হয়ে যায়। আইরিশ বাঁ হাতি স্পিনার ম্যাথু হাম্পরেস (Matthew Humphreys) দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৬টি উইকেট নেন।