Kane Williamson (Photo Credit: Farid Khan/ X)

পাকিস্তানে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠল নিউ জিল্যান্ড। পাকিস্তানের পর এবার লাহোরে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠল মিচেল স্যান্টেনারের দল। সোমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের জন্য ৩০৪ রান তাড়া করতে ১১৩ বলে ১৩৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে জেতালেন কিউই তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। এদিন লাহোরে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের ক্লাবে ঢুকে পড়লেন কিউই ক্রিকেটের রত্ন কেন।

কেন উইলিয়ামসনের ৪৭তম আন্তর্জাতিক সেঞ্চুরি ও ডেভিন কনওয়ে (৯৭)-র দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ৮ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কিউই দল। বৃথা গেল অভিষেক ওয়ানডে ম্যাচে খেলতে নেমে রেকর্ড গড়া ১৫০ রান করা দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ওপেনার ম্যাথু ব্রেটজকের। এই প্রথম ওয়ানডে অভিষেকে কোনও ব্যাটার দেড়শো রান করলেন।

পাকিস্তানের পর অনায়াসে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার-রা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বার্তা পাঠালেন। প্রসঙ্গত, পাকিস্তানের মত নিউ জিল্যান্ডও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার সঙ্গে একই গ্রুপে আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার দলের গ্রুপে ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড ছাড়াও আছে বাংলাদেশ। গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনালে উঠবে।

দুরন্ত সেঞ্চুরি কেন উইলিয়ামসনের

শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছিল কিউই দল। শুক্রবার করাচিতে চলতি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউ জিল্যান্ড খেলবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের জয়ী দলের সঙ্গে। রাউন্ড রবীন লিগের শেষ ম্যাচে বুধবার মুখোমুখি মহম্মদ রিজওয়ান ও তেম্বা বাভুমার দল।