Mallikarjun Kharge (Photo Credits: X)

নিজেদের ঝুলিতে শূন্য, তবু অরবিন্দ কেজরিওয়ালের পরাস্ত হওয়াতেই দারুণ খুশি দিল্লি কংগ্রেস। কংগ্রেসের ভোট কাটাকাটিতেই দিল্লিতে ২৭ বছর পর ক্ষমতায় ফেরা সম্ভব হল বিজেপির।  তবু তা নিয়ে আক্ষেপ ধরা পড়ল না দিল্লির কংগ্রেস সভাপতি দেবেন্দর যাদবের গলায়। নরেন্দ্র মোদী দেশের সিংহাসনে বসার পর থেকে ভারতের রাজধানী শহর বা রাজ্যে লোকসভা হোক বা বিধানসভা নির্বাচনে কোনও আসন জিততে পারেনি কংগ্রেস। এবার কেজরিওয়াল ভোটের আগে থেকেই কোণঠাসা থাকায় হাত শিবিরের কাছে খাতা খোলার সুযোগ ছিল। কিন্তু কেজরিওয়ালকে নজিরবিহীন তোপ দেগে দিল্লিতে কংগ্রেসকে কোনও আসন এনে দিতে পারলেন না লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

কংগ্রেসের ভোট সাড়ে ৬ শতাংশে নেমে গিয়েছে

যে দিল্লিতে কংগ্রেস বছর ১২ আগেও সেখানে কংগ্রেসের ভোটপ্রাপ্তির হার সাড়ে ৬ শতাংশ নেমে গিয়েছে। প্রয়াত মুখ্যমন্ত্রী শিলা দিক্ষীত পুত্র সন্দীপ দিক্ষীত থেকে তারকা মহিলা নেত্রী অলকা লাম্বা-রা মাত্র হাজার চারেক ভোট পেয়েছেন। তবুও হতাশা নেই দিল্লির কংগ্রেস সভাপতি দেবেন্দর যাদবের গলায়।

দেখুন ভোটের ফল  নিয়ে কী বললেন দিল্লির কংগ্রেস সভাপতি

 

কেজরির পরাস্ত হওয়ার পর দিল্লির রাজনীতিতে ঘুরে দাঁড়াবে কংগ্রেস?

এবার দিল্লি ভোটের ফল নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দর যাদব বললেন, " এবার আমাদের দলের প্রার্থীরা ভাল লড়েছেন। গত বিধানসভার চেয়ে আমাদের ভোটপ্রাপ্তির হার বেড়ে সাড়ে ৬ হেয়েছে। আমরা সমাজের পিছিয়ে মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য লড়ে গিয়েছি। এবং পূর্ণশক্তিতে সেটা করে যাবো। এই কারণেই আমার বিশ্বাস, আগামী দিনে আমরা দিল্লিতে প্রধান শক্তি হয়ে উঠব।" এবারও দিল্লিতে আসন জিততে না পারা নিয়ে দিল্লি কংগ্রেসের প্রধান বললেন, " আমি ভোটের আগেই বলেছিলাম আপের আসন একেবারে কমে যাবে। সেটা হয়েছে। কিন্তু আমি আশা করেছিলাম আমরা বেশ কিছু আসনে জিতব। কিন্তু সেটা হল না।"