Accident, Representational Image (Photo Credit: File Photo)

জয়পুর, ১০ ফেব্রুয়ারি: প্রায় ২০ বছর ধরে সৌদি আরবে (Saudi Arabia) কাজ করছিলেন। গত ২০ বছর ধরে সৌদি আরবে কাঠের কাজ করছিলেন। এবার সেই সৌদি থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ করেই দুর্ঘটনা। সৌদি আরব থেকে আর বাড়িতে ফিরতে পারলেন না ওমপ্রকাশ জাঙ্গিদ নামে এক ব্যক্তি। রাজস্থানের শিকর জেলার ভজনগড়ের বাসিন্দা ওমপ্রকাশ।

গত ২০ বছর ধরে সৌদি আরবে কাঠের মিস্ত্রির কাজ করছিলেন। সম্প্রতি ওমপ্রকাশ যখন সৌদি থেকে রাজস্থানের (Rajasthan) বাড়িতে ফিরছিলেন, সেই সময় পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। মান্ডওয়া থানা এলাকার একটি বাসস্ট্যান্ডের কাছে ওমপ্রকাশের মৃত্যু হয়। জানা যায়, বাড়ি থেকে ৩৫  কিলোমিটার আগে যে পথ দুর্ঘটনা হয়,তাতেই মৃত্যু হয় ওমপ্রকাশের।

সৌদি থেকে যখন ওমপ্রকাশ দীর্ঘদিন পর বাড়িতে ফিরছিলেন, সেই সময় তাঁর পরিবার পরিজনরা অপেক্ষা করছিলেন। কিন্তু পরিবার, পরিজনদের অপেক্ষারত অবস্থায় রেখেই প্রাণ হারান ওমপ্রকাশ নামের ওই মাঝ বয়সী ব্যক্তি।