ফের আরজি কর মামলায় প্রতিবাদীদের আক্রমণ শানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন অভয়ার জন্মদিন উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ হয়। এমনকী কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত যে মৌন মিছিল হয় সেখানে যোগ দেন জুনিয়র, সিনিয়র চিকিৎসকেরা। সেই সঙ্গে সাধারণ মানুষরাও এই মিছিলে পা মেলায়। এবার এই নিয়ে সমালোচনা শুরু করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা
এদিন তিনি বলেন, কলকাতা পুলিশই প্রথম অভিযুক্তকে গ্রেফতার করেছেন। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন। তারপরেও এখনও কীসের মিছিল, কীসের প্রতিবাদ? এই মিছিল রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই করা হয়েছে। বিজেপি, সিপিএম, কংগ্রেসের মতো কিছু রাজনৈতিক দল তাঁদের স্বার্থে এই মিছিল করছে। তাঁরা নির্যাতিতার পরিবারকে ভুল বুঝিয়ে এই প্রতিবাদে সামিল করছেন।
ক্রাউড ফান্ডিং নিয়ে প্রশ্ন কুণালের
কুণাল আরও বলেন, অভয়া মৃত্যুকে ঘিরে এরা যা ক্রাউড ফান্ডিং করেছেন, সেই টাকা দিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টকে টাকা দিয়েছেন। বলা যায় না, এই সমস্ত মিছিলে এই ধরনের সংস্থাকে দিয়ে করানো হচ্ছে কিনা। এমনিতেই এদিনের মিছিলে ৩০০-৪০০ জনের বেশি লোক হয়নি। অধিকাংশরাই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, কিংবা রাজনীতি থেকে স্বার্থসিদ্ধি করার জন্য এই মিছিলে যোগ দিয়েছেনয