![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/69-208.jpg?width=380&height=214)
রবিবার অভয়ার জন্মদিন। আর এই বিশেষ দিনে রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তে সুবিচারের দাবিতে প্রতিবাদ শুরু হয়েছে। এদিন সোদপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। এই নিয়ে বিজেপির পক্ষ থেকেও আজ প্রতিবাদ মিছিল হয়েছে। এছাড়া কলকাতায় জুনিয়র ও সিনিয়র চিকিৎসক সহ সাধারণ মানুষ সুবিচারের দাবিতে মৌন মিছিল করেছে। যদিও এই নিয়ে শাসক দলের পক্ষ থেকে কোনও কর্মসূচি নেওয়া হয়নি। এবার এই নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দুর
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এর থেকে একটা বিষয় পরিস্কার যে রাজ্য সরকার ধর্ষণ ও খুনকে সমর্থন করছে, যা গ্রহণযোগ্য নয়। আমরা রাজনীতির উর্ধ্বে গিয়ে এই ঘটনার বিরোধীতা করছি। তবে নির্যাতিতার পরিবারই বলছে, এই বিষয়ে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনও সাহায্য পায়নি। আমার মতে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেরই জেলে যাওয়া উচিত। কারণ এই ঘটনার দায় তাঁদের নেওয়া উচিত"।
দেখুন শুভেন্দুর বক্তব্য
North 24 Parganas, West Bengal: BJP Leader and West Bengal Leader of Opposition, Suvendu Adhikari on RG Kar rape-murder case says, "...The way this government is supporting rape and murder is unacceptable. From day one, we have been raising our voices against it. Her father has… pic.twitter.com/EO8jTrNgKD
— IANS (@ians_india) February 9, 2025