![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/1-12270563.jpg?width=380&height=214)
মুম্বই, ১০ ফেব্রুয়ারিঃ হাসতে আর হাসাতে গিয়ে আইনি জটিলতায় জড়ালেন একদল ইউটিউবার। জনপ্রিয় কৌতুকশিল্পী তথা ইউটিউবার সময় রায়নার (Samay Raina) ইউটিউব শো 'ইন্ডিয়াস গট লেটেন্ট'-এ (India’s Got Latent) এসে মজার খোরাক হিসাবে এমন কিছু মন্তব্য করতে শোনা গিয়েছে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia), সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অপূর্বাদের যার জেরে দায়ের হয়েছে অভিযোগ। শো'য়ে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ তুলে মুম্বই পুলিশ কমিশনার এবং মহারাষ্ট্র মহিলা কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে। রণবীর, অপূর্বা, সময়-সহ অনুষ্ঠানের আয়োজনকদের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে আজ সোমবার মুম্বই পুলিশের একটি দল খার এলাকার স্টুডিয়োতে হানা দেয়, যেখানে ইন্ডিয়াস গট লেটেন্টের শুটিং হয়।
কৌতুকশিল্পী সময় রায়নার ইউটিউব শো 'ইন্ডিয়াস গট লেটেন্টের' সাম্প্রতিক সম্প্রচারিত পর্বে অতিথি হয়ে আসেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া, যিনি 'বিয়ারবাইসেপ্স' নামেও পরিচিত। কৌতুক শো তাই দর্শকদের কাছে হাসির রসদ তুলে দিতে মজার কথা তো বলতেই হবে। রসিকতার অংশ হিসাবে মা-বাবার যৌন সম্পর্ক নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন রণবীর। যা ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সোশ্যাল মিডিয়া জুড়ে ছিঃ ছিঃ কাণ্ড বেঁধে গিয়েছে। সময়ের ইউটিউব শোয়ে অশ্লীল রসিকতা এবং অশালীন কথবার্তা প্রচার হচ্ছে দাবি তুলে দায়ের হয়েছে অভিযোগ। এরপরেই মুম্বই পুলিশের দল হাজির হয় শোয়ের শুটিং সেটে।
'ইন্ডিয়াস গট লেটেন্ট'-এর শুটিং সেটে পুলিশের হানা:
#WATCH | Maharashtra | After India's Got Latent controversy surfaced, a team of Mumbai Police reached the Khar studio where the show was shot. Visuals from outside the studio. https://t.co/X1Wotfho5Q pic.twitter.com/kngJJP4OJA
— ANI (@ANI) February 10, 2025
সোশ্যাল মিডিয়া জুড়ে ছিঃ ছিঃ রবের মাঝে তড়িঘড়ি নেটবাসীর কাছে ক্ষমা চাইলেন রণবীর। ভিডিয়ো বার্তার মাধ্যমা ইউটিউবার বললেন, 'আমার মন্তব্যটি ভীষণই অনুপযুক্ত ছিল। মজার তো ছিলই না। কৌতুক আমার বিশেষত্ব নয়। আমি খুবই দুঃখিত'।