প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

ফের নদিয়া (Nadia) থেকে গ্রেফতার চার অনুপ্রবেশকারী। জানা যাচ্ছে হাঁসখালি থানা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল তাঁরা। সেই সময় কর্তব্যরত পুলিশকর্মীরা তাঁকে আটক করে। প্রথমে তাঁরা নিজেদের ভারতীয় হিসেবে পরিচয় দিলেও তাঁরা কোনও নথি দেখাতে পারে না। শেষমেশ পুলিশি জেরায় স্বীকার করে যে তাঁরা বাংলাদেশের নাগরিক। এরপরেই অভিযুক্তদের আটক করা হয়। জানা যাচ্ছে, মাস দুয়েক আগে তাঁরা বাংলাদেশ থেকে লুকিয়ে এদেশে এসেছিলেন। তাঁদের এদেশে আসতে সাহায্য করেছিলেন এক ভারতীয় দালাল।

ভারতীয় দালালের সুযোগে এদেশে প্রবেশ বাংলাদেশিদের

পুলিশসূত্রে খবর, ভারতে এসে তাঁরা দালালের সাহায্যে গা ঢাকা দিয়েছিল। এমনকী অভিযুক্ত ভারতীয় নাগরিক রাজীব বিশ্বাস নাকি তাঁদের এদেশে জাল নথিপত্র বানানোর পরিকল্পনা করেছিল। ইতিমধ্যেই তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা বাংলাদেশি নারগরিকরা হলেন জসিমউদ্দিন ইসলাম, কুদ্দুস সরকার, আকলিমা সর্দার ও বাহারুল শেখ।

ধৃতদের তোলা হয় রানাঘাট আদালতে

এদের মধ্যে জসিমউদ্দিনের বাড়ি বাংলাদেশের মহেশপুরে, বাহারুল ও আকলিমার বাড়ি খুলনাতে এবং কুদ্দুসের বাড়ি নড়াইলে। ইতিমধ্যেই তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের হেফাজতে নেওয়ার জন্য রবিবারই রানাঘাট আদালতে পেশ করা হয়েছে।