![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/ranveer-allahbadia.jpg?width=380&height=214)
মুম্বই, ১০ ফেব্রুয়ারি: নিজের মন্তব্যের জন্য এবার ক্ষমা চাইলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া ( )। রণবীরের মন্তব্য নিয়ে যখন তীব্র বিতর্ক শুরু হয়, সেই সময় ক্ষমা চেয়ে নেন এই ইউটিউবার। রণবীর বলেন, কৌতুক তাঁর বিষয় নয়। তিনি যে মজা করেছেন, তা একেবারে সঠিক নয়। ইন্ডিয়াস গট লেটেন্ট নামে ইউটিউব শোয়ে রণবীর বাবা-মায়ের গোপনাঙ্গ নিয়ে যে মন্তব্য করেন, তার জেরে ছিঃ ছিঃ রব ওঠে। নিন্দা করা হয় বিভিন্ন মহলের তরফে। এরপরই প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন রণবীর এলাহাবাদিয়া।
শুনুন পডকাস্টে হাজির হয়ে কী বললেন রণবীর এলাহাবাদিয়া...
I shouldn’t have said what I said on India’s got latent. I’m sorry. pic.twitter.com/BaLEx5J0kd
— Ranveer Allahbadia (@BeerBicepsGuy) February 10, 2025
প্রসঙ্গত সময় রায়নার ইউটিউব শো 'ইন্ডিয়াস গট লেটেন্ট'এর (India’s Got Latent) সাম্প্রতিক সম্প্রচারের একটি ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়ে যায়। যেখানে ইউটিউবার রণবীরকে একজন প্রতিযোগীর বাবা-মায়ের সহবাস, যৌনতা সম্পর্কে অশ্লীল মন্তব্য করতে শোনা যায়। বিতর্কিত এই মন্তব্য শুনে অনুষ্ঠানের অন্যান্য অতিথি তথা বিচারকেরা উৎসাহে ফেটে পড়েন। এরপরেই ক্ষেপে যান নেটবাসীর একাংশ। অশ্লীল রসিকতা এবং অশালীন কথবার্তা প্রচারের সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়া জুড়ে।
এবার ওই অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্যের জেরে প্রকাশ্যে ক্ষমা চান রণবীর এলাহাবাদিয়া।