![](https://bnst1.latestly.com/uploads/images/2024/09/106-108.jpg?width=380&height=214)
চেন্নাই, ১০ ফেব্রুয়ারিঃ এই আছে, এই নেই। এক লহমায় সব শেষ। হৃদরোগের (Heart Attack) কামড়ে চোখের সামনে তরুণ তাজা প্রাণদের চলে যেতে হচ্ছে। চেন্নাইয়ের (Chennai) নন্দনমের ওয়াইএমসিএ স্টেডিয়ামে (YMCA Stadium) ক্রিকেট ম্যাচ দেখার সময় ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। হৃদরোগ প্রাণ কেড়েছে ওই যুবকের।
চেন্নাই পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম কে. কার্তিক। তিরুনেলভেলির বাসিন্দা তিনি। একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত ছিলেন কার্তিক। শনিবার সন্ধ্যায় ওয়াইএমসিএ স্টেডিয়ামে একটি ঘরোয়া ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নিয়েছিল কার্তিকের অফিসের দলও। নিজের অফিসের দলকে সমর্থন জানাতে পৌঁছে গিয়েছিলেন তিনি। এদিন খেলা দেখতে এসেছিলেন বহু দর্শক। অফিসের দল জিতে যেতেই আনন্দ উচ্ছ্বাসে উঠে পড়েন সমর্থকেরা। আনন্দে নাচতে শুরু করেন কার্তিকও। এমন সময়ে হঠাৎই জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েন কার্তিক। নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিলেন না তিনি। তাঁকে তড়িঘড়ি কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা কার্তিককে দেখা মাত্রই মৃত বলে জানিয়ে দেন।
জানা যাচ্ছে, ছোটবেলা থেকেই মৃত যুবকের শ্বাসকষ্ট এবং খিঁচুনির মতো সমস্যাগুলো ছিল। সাইদাপেট থানার পুলিশ ঘটনার একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।
এই একই ঘটনা এদিন ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিদিশা জেলায়। তুতো-বোনের বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে মঞ্চে নাচ করার সময়ে হৃদরোগে মারা গেলেন বছর ২৩-এর এক তরুণী। নাচতে নাচতে আচমকাই মঞ্চের উপরে ঝপ করে পড়ে যান তিনি। বিয়ের অনুষ্ঠানে আসা কয়েকজন অতিথি পেশায় চিকিৎসক ছিলেন। তাঁরা তরুণীকে সিপিআর দেন। কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি। এরপর নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তরুণীকে। কিন্তু ততক্ষণে হৃদরোগ তাঁর প্রাণ কেড়ে নিয়েছে।