Bangladesh Flag (Photo Credits: IANS)

দিল্লি, ১০ ফেব্রুয়ারি: বাংলাদেশে (Bangladesh) শুরু হয়েছে 'অপারেশন ডেভিল হান্ট' (Operation Devil Hunt)। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) ধানমন্ডির বাড়ি ভাঙচুরের পর এবার আওয়ামী লিগের কর্মীদের ধরপাকড় করা হচ্ছে। সরকার বিরোধী স্লোগান উঠলেই, তাঁদের গ্রেফতার করছে ইউনুস প্রশাসন। আওয়ামী লিগের নেতা, কর্মীদের গ্রেফতার করতেই এবার বাংলাদেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। এমনই খবর মিলছে। অপারেশন ডেভিল হান্টের জেরে এখনও পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ১৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী, এই সংখ্যা ১৩০০ হলেও, বেসরকারি হিসেবে তা বাড়বে বৈ কমবে না বলেই মনে করছে বিভিন্ন মহল।

রিপোর্টে প্রকাশ, ঢাকার বাইরে গাজিপুরে এক আওয়ামী লিগের নেতার বাড়িতে ছাত্ররা হামলা চালায়। পরে সেই গন্ডগোল গাজিপুরের বাইরে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে শুরু করে। এরপরই ইউনুস সরকারের তরফে শুরু করা হয় অপারেশন ডেভিল হান্ট। সেনা বাহিনীর সঙ্গে পুলিশ এবং বিভিন্ন স্পেশাল ইউনিট একযোগে ডেভিল হান্ট শুরু করেছে। যার জেরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলছে একের পর এক গ্রেফতারির পালা।

২০২৪ সালের অগাস্ট মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে আসেন। দিল্লিতে নামে হাসিনার চপার। সেই থেকে এখনও পর্যন্ত দিল্লির নিরাপদ আশ্রয়েই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা দেশ ছাড়ার পর মহম্মদ ইউনুস অন্তবর্তী সরকার গঠন করেন তবে বাংলাদেশকে এখনও তিনি কোনওভাবে শান্ত করতে পারেননি।