![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/1-184860636.jpg?width=380&height=214)
ওয়ানডে ক্রিকেটে বড় নজির দক্ষিণ আফ্রিকার ২৬ বছরের প্রতিশ্রুতিবান উইকেটকিপার-ব্যাটার ম্যাথু ব্রেটজকে (Matthew Breetzke)-র। সোমবার লাহোরে ত্রিদেশীয় সিরিজে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচে খেলতে নেমে ওপেনার ম্যাথু ব্রেটজকে ১৪৮ বলে ১৫০ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনও ব্যাটার তাঁর অভিষেক ম্যাচে দেড়শো রান করলেন। এতদিন ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রান করার রেকর্ডটি ছিল ক্যারিবিয়ান কিংবদন্তি ডেসমন্ড হেইন্স (১৪৮ রান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ১৯৭৮ সালে)। ভারতীয়দের মধ্যে ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচে সেঞ্চুরির নজির আছে শুধু কেএল রাহুলের (১০০ রান)।
অবিশ্বাস্য ইনিংস দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ওপেনার ম্যাথুর
এদিন চমকপ্রদ ওয়ানডে অভিষেকের আগে প্রোটিয়া কিপার ম্যাথু ব্রেটজকে ১টি টেস্ট ও ১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। কুইন্টন ডি-ককের যোগ্য উত্তরসূরি হিসেবে তাঁকে দেখা হচ্ছে। ব্রেটজকের ৫টি ছক্কা ও ১১টি-তে বাউন্ডারিতে সাজানো ইনিংসটা ছিল দেখার মত। ব্রেটজের অবিশ্বাস্য ইনিংস, ইয়ান মুলদার (৬৪)-এ ভর করে প্রথমে ব্যাট করতে নেমে কিউইদের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে করে ৬ উইকেটে ৩০৪ রান।
ওয়ানডে ক্রিকেটে ভাঙল ৪৭ বছরের পুরনো রেকর্ড
Matthew Breetzke broke a record that had stood since 1978 😮 #NZvSA pic.twitter.com/mtGgYxbmJn
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 10, 2025
পাকিস্তানে চলছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ
এই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ পাকিস্তানকে হারিয়েছিল নিউ জিল্যান্ড। আজ লাহোরে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচতে খেলছে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ড।