বীরভূম, ১৮ ডিসেম্বর: বিজেপির 'শাহি' সভায় অমিত শাহের (Amit Shah) কাটআউটের নীচেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি! যার জেরে তুমুল বিতর্ক। বঙ্গ সংস্কৃতির অপমান বলে বিজেপিকে তোপ তৃণমূলের। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার করে দলীয় পোস্টারকে অশোভনীয় কাজ বলে তোপ দাগল আশ্রমিক থেকে সাধারণ মানুষ। তবে শান্তিনিকেতন সংস্কৃতি বিকাশ সমিতির নামে একটি অরাজনৈতিক সংস্থার দেওয়া কাটআউট ঘিরে দানা বেঁধেছে বিতর্ক।
রবিবার বোলপুরে সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওইদিন বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে প্রথমে বৈঠক করবেন তিনি। তারপর রোড শো করবেন। তাঁর সফর উপলক্ষে ইতিমধ্যেই কাটআউট, ফেস্টুনে ছেয়ে গেছে শান্তিনিকেতন। যাতে দেখা যাচ্ছে অমিত শাহ এবং অনুপম হাজরার ছবির মধ্যে রয়েছে কবিগুরুর ছবি। আরও পড়ুন, শুক্রবার সকালে থেকে উত্তুরে হাওয়ার দাপট, অবশেষে শীতবুড়োর বঙ্গে আগমন
আশ্রমিক সুপ্রিয় ঠাকুর বলেন, রবি ঠাকুরের ছবিকে এভাবে ব্যবহার করে অসম্মান করা হচ্ছে, রাজনীতি না করা উচিত। এদিকে বোলপুরের সাংসদ অনুপম হাজরা বলেন, এরমকম হোর্ডিং বিজেপি লাগায়নি, এসব তৃণমূলের ষড়যন্ত্র। বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য করা হয়েছে।