Poush Mela (Photo: Twitter)

বোলপুর, ১৭ ডিসেম্বর: শান্তিনিকেতনের (Santiniketan) ঐতিহ্যবাহী পৌষমেলার (Poush Mela 2021) আয়োজন নিয়ে গা নেই বিশ্বভারতীর। তাই বিকল্প হিসাবে বোলপুর (Bolpur) ডাকবাংলো মাঠে পৌষমেলার আয়োজন করছে বাংলা সংস্কৃতি মঞ্চ। সেই মেলা আয়োজনে সহযোগিতা করবে বোলপুর পৌরসভা ও ব্যবসায়ী সমিতি। মেলার আয়োজন নিয়ে বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনে আজ একটি বৈঠক হয়। বৈঠকে ছিলেন মহকুমাশাসক অয়ন নাথ, বোলপুরে এসডিপিও অভিষেক রায়। মেলা কমিটির পক্ষে মনীষা বন্দ্যোপাধ্যায়, পৌরসভার পক্ষে ওরম শেখ-সহ অন্যরাও উপস্থিত ছিলেন। আজ পৌরসভার পক্ষ থেকে মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন পরিচালন বোর্ডের সদস্যা পর্ণা ঘোষ-সহ অন্যান্য আধিকারিকরা৷

জানা গিয়েছে, ২৩ ডিসেম্বর থেকে শান্তিনিকেতনে পৌষমেলা হত, সেভাবেই একই দিনে ডাকবাংলো মাঠে মেলা হবে। পাশাপাশি দু'টি মাঠজুড়ে বসবে মেলা। ছোট-বড় মিলিয়ে প্রায় ৮০০ স্টলটি থাকবে মেলায়। মঞ্চ তৈরি করে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা সংস্কৃতি মঞ্চের তরফে প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবক মেলা পরিচালনার দায়িত্বে থাকবেন। মেলায় জল, আলো ও অন্য পরিষেবা দেবে বোলপুর পৌরসভা। নিরাপত্তার দায়িত্বে থাকছে বোলপুর ও শান্তিনিকেতন থানার পুলিশ। নজরদারি চালাতে বসানো হবে সিসিটিভি। আরও পড়ুন: Omicron: দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, করোনার নয়া প্রজাতিতে ভারতে আক্রান্ত ১০১, সতর্কতা কেন্দ্রের

১৮৯১ সালের ২১ ডিসেম্বরে শান্তিনিকেতনে ব্রাহ্মমন্দির স্থাপিত হয়। ১৮৯৪ সালে ব্রাহ্মমন্দিরের প্রতিষ্ঠাদিবস হিসেবেই মেলার সূত্রপাত হয়। প্রথম কয়েক বছর মন্দিরের উল্টোদিকের মাঠে মেলা বসতো। পরবর্তী কালে তা পূর্বপল্লীর মাঠে সরিয়ে আনা হয়। সেই থেকেই প্রতিবছর পৌষমেলা হয়ে আসছে। তবে, ১৯৪৩ সালে মন্বন্তর এবং ১৯৪৬ সালে সাম্প্রদায়িক হিংসার জন্য পৌষমেলা বন্ধ ছিল। এছাড়াও, কোভিড অতিমারির জন্য ২০২০ সালেও বন্ধ ছিল পৌষমেলা।