নয়াদিল্লি: অ্যাডভান্সড ডিজিটাল স্কিলে (Advanced digital skills) দক্ষ ভারতীয়রা (Indian) বাড়াচ্ছেন দেশের জিডিপি (GDP)। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট থেকে একথাই জানা গেছে।
বুধবার ওই রিপোর্ট থেকে জানা গেছে, ক্লাউড আর্কিটেকচার (cloud architecture) ও সফটওয়্যার ডেভেলপমেন্টের (software development) কাজে যুক্ত থাকা ভারতীয়রা দেশের জিডিপি-র মধ্যে আনুমানিক ১০.৯ ট্রিলিয়ন মার্কিন ডলার যোগ করছে। এর ফলে বাড়ছে দেশের জিডিপি।
আরও জানা গেছে, একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও একজন ডিজিটাল শিক্ষায় শিক্ষিত কর্মী অন্যদের থেকে ৯২ শতাংশ বেশি মাইনে পাচ্ছেন।
ভারতে থাকা ৮০ শতাংশ ডিজিটাল সংস্থাগুলির কর্মীদের বার্ষিক রাজস্ব বৃদ্ধির হার বাড়লেও ৮৮ শতাংশ প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত সমস্যায় ভুগছে। আমাজন ওয়েব সার্ভিসেসের ওই রিপোর্ট অনুযায়ী তাই ডিজিটাল কর্মীদের মাইনে ক্রমশ বাড়ছে।
Indian Workers With Digital Skills Contributing USD 508 Billion to Country’s GDP, Says Reporthttps://t.co/xxFl8ygYH8#Indian #Workers #Digital #Skills #GDP
— LatestLY (@latestly) February 22, 2023