মুম্বই, ৩ জুন: এবার গুগল প্লে স্টোর থেকে সরানো হল রিমুভ চিনা অ্যাপস (Remove China Apps)। টিকটকের মতো আরও একটি চিনা অ্যাপ মিট্রন। এটিকে গুগল প্লে স্টোর থেকে সরানোর ঠিক পরেপরেই রিমুভ চিনা অ্যাপসকে সরানো হল। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট বলছে, কেন প্লে স্টোর থেকে রিমুভ চিনা অ্যাপস সরানো হল বা কবে আবার অ্যাপসটিকে ফিরিয়ে আনা হবে অথবা একেবারেই আর প্লে স্টোরে ফিরবে রিমুভ চিনা অ্যাপস। এসব নিয়ে কিছুই জানায়নি গুগল। রিমুভ চিনা অ্যাপস-এর প্রস্তুতকারক ওয়ান টাচ অ্যাপ ল্যাবস টুইটারে পোস্ট দিয়ে প্লে স্টোর থেকে সংশ্লিষ্ট অ্যাপটি সরিয়ে নেওয়ার বিষয়ে জানিয়েছিল। গত ২ সপ্তাহ ধরে প্লে স্টোরে রিমুভ চিনা অ্যাপসকে সমর্থন করার জন্য নেটিজেনদের ধন্যবাদও জানায় ওই সংস্থা। আরও পড়ুন-West Bengal: মঙ্গলবার আক্রান্ত ৩৯৬ জন, রাজ্যে হু হু করে বাড়ছে কোভিড রোগীর সংখ্যা
Dear Friends,
Google has suspended our #RemoveChinaApps from google play store.
Thank you all for your support in past 2 weeks.
"You Are Awesome"
TIP
Its easy to find the origin of any app by searching on google
by typing
<AppName> origin country
Stay Tuned !! Stay Safe!!
— onetouchapplabs (@onetouchapplabs) June 2, 2020
জানা গিয়েছে, এই রিমুভ চিনা অ্যাপসটি এমনভাবে তৈরি হয়েছে যে এটি ফোনে ইনস্টল করলেই সেখানে থাকা যাবতীয় চিনের তৈরি অ্যাপলিকেশন ডিলিট হয়ে যাবে আপনা থেকেই। রিমুভ চিনা অ্যাপসটি স্ক্যানার হিসেবে কাজ করে। ফোনে থাকা যাবতীয় অ্যাপ-এর মধ্যে কোনগুলি চিনের তৈরি না চিহ্নিত করা হয়। এপর এই অ্যাপসটি ফোনের মালিককে এমন সুযোগও দেবে যে কোন চিনা অ্যাপ তিনি ফোনে রাখতে চান এবং কোনগুলি ডিলিট করতে চান। মাত্র ২ সপ্তাহেই এই রিমুভ চিনা অ্যাপস অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এই সময়ে অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে অন্তত লক্ষাধিকবার ডাউনলোড এবং ইনস্টলও হয়।