Good Friday: চলছে ইস্টার সপ্তাহ, আগামীকাল অর্থাৎ ১৮ এপ্রিল গুড ফ্রাইডে। সাধারণ মানুষ মনে করে এটি উদযাপনের দিন। এই দিনটিতে যিশু তাঁর পিঠে ক্রস নিয়ে কয়েক মাইল হেঁটে গিয়েছিলেন। সেই ক্রসেই বিদ্ধ করে তাঁকে হত্যা করা হয়েছিল। অনেকের মনেই প্রশ্ন থাকে যেদিনটিতে যীশুকে ক্রুশে চড়ানো হল, হত্যা করা হল, সেই দিনটি 'গুড' হয় কী করে?
যীশুকে কেন হত্যা করা হয়?
যীশু ৩০ বছর বয়স থেকে মানুষদের জীবন এবং ঈশ্বর সম্পর্কে প্রচার শুরু করেছিলেন। তিনি দরিদ্র, পীড়িত এবং সমাজচ্যুতদের আপন করে নিয়েছিলেন। যীশু ঈশ্বরকে 'তাঁর পিতা' বলেছিলেন। ইহুদিরা তা মেনে নিতে পারেনি। কিছু ইহুদি পুরোহিত এবং ফরাসিরা যীশুকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল এবং রাজনৈতিক নেতাদের প্রভাবিত করে তারা তা কার্যকর করেছিল।
বাইবেলে উল্লেখিত, যীশুকে তৎকালীন রাজা পিলাতের আইনসভা কর্তৃক অন্যায়ভাবে ধরে এনে অপমান করা হয় এবং পরে রাজা পিলাতের কাছে পাঠানো হলে তিনি প্রথমে চাবুক মারার ও ক্রুশে দেবার আদেশ দেন। আরও পড়ুন: Neora Valley: পশ্চিমবঙ্গের এক নতুন বেড়ানোর জায়গা। দেখুন বিস্তারিত
গুড ফ্রাইডের অপর নাম ‘পবিত্র শুক্রবার’, ‘কালো শুক্রবার’। এটি খ্রিষ্টানদের একটি ধর্মীয় ছুটির দিন। যিশুর কষ্ট ও মৃত্যুকে স্মরণ করার বিশেষ দিন।
দিনটিকে 'গুড' বলার কারণ মনে করা হয় 'হোলি' বোঝাতে। 'হোলি' মানে পবিত্র, যিশুর আত্মবলিদানের দিনটিকে পবিত্র মনে করা হয়। কেউ কেউ বলেন, শব্দটি আসলে 'গড'স ফ্রাইডে' বা ঈশ্বরের শুক্রবার। 'গড'স ফ্রাইডে' শব্দটিই হয়ত 'গুড ফ্রাইডে' শব্দে পরিবর্তিত হয়েছে।