প্রতীকী ছবি (Credit: Pixabay)

নয়াদিল্লিঃ বাবা-মায়ের (Parents) অমতে বিয়ে করলে পাওয়া যাবে না পুলিশি (Police) সুরক্ষা, সাফ জানাল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। একটি মামলার শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। জানা গিয়েছে, বাবা-মায়ের অমতে বিয়ে করে পুলিশি নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল এক দম্পতি। সেই মামলার শুনানিতে আদালত জানায়, বাবা-মায়ের অমতে বিয়ে করা যুগল পুলিশি নিরাপত্তা দাবি করতে পারবে না।

আরও পড়ুনঃ  মায়ের পাশ থেকে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, আটক ১৩ বছরের কিশোর

বাড়ির অমতে বিয়ে নিয়ে বড় রায় হাইকোর্টের

এক্ষেত্রে এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণ, যদি সত্যিই প্রয়োজন হয় তবে আদালত নিরাপত্তা দিতে পারে কিন্তু তার আগে সমাজের মুখোমুখি হতে শিখতে হবে নবদম্পতিকে। একে অপরকে সমর্থন করা শিখতে হবে। জানা গিয়েছে, এই মামলার পিটিশন খারিজ করে দেয় আদালত। আদালতের তরফে আরও জানানো হয়, বাড়ির অমতে পালিয়ে গিয়ে বিয়ে করা তরুণ-তরুণীর নিরাপত্তার দায়িত্ব পুলিশের নয়। পরিবার নবদম্পতির ক্ষতি করবেই তার প্রমাণ কই? তাই এই দাবি ভিত্তিহীন বলে পর্যবেক্ষণ কোর্টের।

 বাবা-মায়ের অমতে বিয়ে করলে পাশে থাকবে না পুলিশ, সাফ জানাল আদালত