নয়াদিল্লিঃ মায়ের পাশ থেকে তুলে নিয়ে গিয়ে শিশুকন্যাকে ধর্ষণ(Rape)। এবার ধর্ষণের অভিযোগ উঠল ১৩ বছরের নাবালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের (Chhattisgarh )রায়পুরে (Raipur)। তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোরকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, এদিন দুপুরে মায়ের পাশেই ঘুমাচ্ছিল শিশুটি। তাকে চকোলেটের প্রলোভন দেখিয়ে ফাঁকা জায়গায় নিয়ে যায় ওই কিশোর। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
আরও পড়নঃ সৎ বাবার লালসার শিকার নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত
৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে
অন্যদিকে ঘুম ভাঙতেই মেয়ের খোঁজ করেন মা। গোটা পাড়ায় খোঁজ করা হয় মেয়ের। কিন্তু খুঁজে পাওয়া যায় না তাকে। এরপর সন্ধ্যা গড়াতে ওই এলাকারই একটি রাস্তার পাশ থেকে পাওয়া যায় শিশুকে। অঝরে কাঁদছিল সে। রক্তে ভেসে যাচ্ছিল জামা-কাপড়। এরপরই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতা শিশুর পরিবার। পুলিশকে গোটা ঘটনার বর্ণনা না দিতে পারলেও অভিযুক্ত কিশোরের নাম জানায় শিশু। সঙ্গে সঙ্গে আটক করা হয় ওই কিশোরকে। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই কিশোরকে। তার বিরুদ্ধে পকসো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে নির্যাতিতা শিশুর অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন সে।
মায়ের পাশ থেকে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, আটক ১৩ বছরের কিশোর
#Raipur | Police have detained a 13-year-old boy for allegedly raping a three-year-old girl. The toddler is in intensive care as her #health has been worsening. She is critical and is unable to speak.
Read more 🔗https://t.co/SKgsCzK35g pic.twitter.com/fGDAVdMRND
— The Times Of India (@timesofindia) April 16, 2025