Representational Image (Photo Credits: File Photo)

নয়াদিল্লিঃ এবারা সৎ বাবা (Step Father) লালসার শিকার ১৩ বছরের নাবালিকা (Minor Girl)। বাড়িতে একা পেয়ে মেয়েকে ধর্ষণ (Rape) করল বাবা। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে নয়ডায় (Noida)। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। অভিযুক্ত সৎ বাবার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, নির্যাতিতার বয়স ১৩। ছেলেবেলাতেই নিজের বাবাকে হারায় সে। পাঁচ বছর আগে দ্বিতীয় বিয়ে করেন তার মা। এরপর নয়ডায় মায়ের নতুন সংসারে আসে ওই নাবালিকা। সেখানেই থাকত সে।

সৎ মেয়েকে ধর্ষণ বাবার, গ্রেফতার করা হল অভিযুক্তকে

অভিযোগ, সোমবার বাড়িতে একাই ছিল ওই নাবালিকা। সেই সুযোগে তাকে ধর্ষণ করে তার সৎ বাবা। এই কথা কাউকে না জানানোর জন্য নাবালিকাকে প্রাণে মারার হুমকিও দেয় অভিযুক্ত। ভয়ে কিছুদিন চুপ থাকলেও পরে মায়ের কাছে গোটা ঘটনাটি খুলে বলে নির্যাতিতা। এরপরই পুলিশের দ্বারস্থ হন মা। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপরই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাতে ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত বুলেন্দরশহরের বাসিন্দা। কর্মসূত্রে পরিবার নিয়ে নয়ডায় থাকত সে। নয়ডা থেকেই গ্রেফতার করা হয় তাকে।

সৎ বাবার লালসার শিকার নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত