Islamabad United (Photo Credit: Islamabad United/ X)

Islamabad United vs Multan Sultans, PSL 2025 Scorecard: ইসলামাবাদ ইউনাইটেড বনাম মুলতান সুলতানস, পিএসএল ২০২৫ (PSL 2025)-এর ৭ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। গতকাল, ১৬ এপ্রিল রাওয়ালপিন্ডির রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে (Rawalpindi Cricket Stadium, Rawalpindi) আয়োজিত হয় এই ম্যাচ। পিএসএলের এই ম্যাচেও ইসলামাবাদ ইউনাইটেড (Islamabad United) একটি অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে মুলতান সুলতানসকে (Multan Sultans) ৪৭ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে ইউনাইটেডের সবার চেষ্টায় বিশেষ করে জেসন হোল্ডারের (Jason Holder) দ্রুত ক্যামিওতে দুর্দান্ত ২০২/৬ রান পোস্ট করে। ১৪ বলে ২টি ছক্কা এবং ৩টি চারের সাহায্যে ৩২ রান করেন তিনি। এরপর রান তাড়া করতে নেমে দারুণ শুরু করলেও বল হাতে হোল্ডারের ৪ উইকেট সুলতানদের চাপে ফেলে এবং দলের জয় নিশ্চিত করে। Karachi Kings vs Lahore Qalandars, PSL 2025 Scorecard: ডেভিড ওয়ার্নারের করাচি কিংসকে হারাল শাহিন আফ্রিদির লাহোর কালান্দার্স, দেখুন পিএসএল ২০২৫ স্কোরকার্ড

ইসলামাবাদ ইউনাইটেড বনাম মুলতান সুলতানস, পিএসএল ২০২৫ স্কোরকার্ড

ম্যাচের কথা বলতে গেলে, গতরাতে সাহেবজাদা ফারহান (Sahibzada Farhan) ৩৫ বলে ৫৩ রানের সাবলীল ইনিংস খেলে ইউনাইটেডের হয়ে শুরুতেই সুর বেঁধে দেন। এরপর কলিন মুনরো (Colin Munro) ২৫ বলে ৪৮ করেন। তার বাউন্ডারি মারার দক্ষতা দিয়ে খেলার গতি বাড়িয়ে তোলেন তিনি। নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও হোল্ডারের মাত্র ১৪ বলে ৩২* রানের বিস্ফোরক ইনিংস ইসলামাবাদকে ২০০-র গণ্ডি পার করতে সাহায্য করে। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) ৩৮ ও উসমান খানের (Usman Khan) ৩১ রানের সুবাদে ৯২/২ রানে নিয়ন্ত্রণে ছিল মুলতান। তবে রিজওয়ানকে আউট করায় ধস নামে। মেরেডিথ ও ইমাদের সমর্থনে চেষ্টা বাড়লেও হোল্ডার মিডল ও লোয়ার অর্ডার ভেঙে দেয়। যদিও ইফতিখার আহমেদ (Iftikhar Ahmed) ৩২ রানের ইনিংস খেলে বীরত্বের সাথে লড়াই করেছিলেন, তবে সমর্থনের অভাবে সুলতানরা ১৮.৪ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায়।