BAN W vs WI W (Photo Credit: Bangladesh Cricket/ X)

Bangladesh Women National Cricket Team vs West Indies Women National Cricket Team: বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা জাতীয় ক্রিকেট দল, আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ (ICC Womens World Cup Qualifier 2025)-এর ১১ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আজ, ১৭ এপ্রিল লাহোরের লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে আয়োজিত হবে এই ম্যাচ। চলমান আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ মহিলা দলের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল। এর আগে পাকিস্তানের কাছে হেরেছে তারা। সেই ম্যাচে হেইলি ম্যাথিউসের (Hayley Matthews) নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে ১৯১ রানে অলআউট করলেও বিস্ময়কর হার পেয়েছে। ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ৯ পিনের মতো ধসে পড়ে, ৬৫ রানে পরাজয় পায় তারা। অন্যদিকে, শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ, আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেটাই কাজে লাগতে চাইবে তারা। BAN W vs THA W, World Cup Qualifier 2025 Scorecard: মাত্র ৯৩ রানে অলআউট, থাইল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানে বড় জয় বাংলাদেশের

পাকিস্তান মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ স্কোরকার্ড

বাংলাদেশ মহিলা স্কোয়াডঃ ইসমা তানজিম, ফারগানা হক, শারমিন আখতার, নিগার সুলতানা (অধিনায়ক), শোভনা মোস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আখতার, জান্নাতুল ফেরদৌস, মারুফা আখতার, সানজিদা আখতার মেঘলা, দিলারা আখতার, স্বর্ণা আখতার, ফরিহা তৃষ্ণা।

ওয়েস্ট ইন্ডিজ মহিলা স্কোয়াডঃ হেইলি ম্যাথিউস (অধিনায়ক), জাইদা জেমস, শেমাইন ক্যাম্পবেল (উইকেটরক্ষক) জ্যানিলিয়া গ্লাসগো, চিনেল হেনরি, শাবিকা গজনবি, স্টাফানি টেলর, আলিয়া অ্যালেইন, আফি ফ্লেচার, আশমিনি মুনিসার, কারিশমা রামহারাক, কিয়ানা জোসেফ, রাশাদা উইলিয়ামস, চেরি অ্যান ফ্রেজার, ম্যান্ডি ম্যাঙ্গ্রু।

আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ ম্যাচ?

১৭ এপ্রিল লাহোরের লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে (Lahore City Cricket Association Ground, Lahore) আয়োজিত হবে বাংলাদেশ মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে বাংলাদেশ মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ ম্যাচ?

বাংলাদেশ মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ ম্যাচ দেখুন ভারতীয় সময় সকাল ১০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ ম্যাচ?

বাংলাদেশ মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ ম্যাচ?

বাংলাদেশ মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে FanCode অ্যাপে।