৯৫ শতাংশ ভারতীয় মানুষ হোয়াটঅ্যাপে কর্মাশিয়াল সহ নানান রকমের বিজ্ঞাপনের লিংক পান। এমনই এক তথ্য প্রকাশ করল লোকাল সার্কেল (Local Circle) নামের এক অনলাইন সার্ভে প্লাটফর্ম। সার্ভে করে জানা গেছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে অনেকটা অপ্রত্যাশিতভাবেই মেসেজ পান গ্রাহকেরা। আর এই সব মেসেজ গুলির বেশিরভাগই আসে ফিনানশিয়াল সার্ভিস, রিয়েল এস্টেট, হেলফ কেয়ার এবং প্যাথলজি বিভাগ থেকে। এছাড়া কাজের অফার বা কোন কিছুর সুযোগ দেওয়ার লিঙ্ক আসে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
এছাড়া ৭৬ শতাংশ মানুষ সেই সমস্ত বিজ্ঞাপন দেখতে পান যা নিয়ে তারা হোয়াটসঅ্যাপ বিজনেস বা ফেসবুকে অথবা ইন্সটাগ্রামে আলোচনা করেন।২০২১ থেকে এই ধরনের বিজ্ঞাপন হোয়াটসআপে আসছে বলে জানিয়েছে এই সংস্থা। এই বিষয়ে ২০২২সালে মিনিষ্ট্রি অফ ইলেকট্রিনিক্সের কাছে এবং ট্রাইয়ের কাছে অভিযোগও জানানো হয়।তবে হোয়াটঅ্যাপের পলিসি পরিবর্তন করার পর থেকে এই ধরনের মেসেজের পরিমান আরও বেড়েছে বলে জানা গেছে।
A massive 95 per cent of #WhatsApp users surveyed in India indicate that they get one or more pesky messages each day and 41 per cent of those even get four or more such messages on a daily basis, a report showed. pic.twitter.com/2AYqrmFwSu
— IANS (@ians_india) February 23, 2023