দুর্ঘটনার কবলে বিমান (ছবিঃX)

নয়াদিল্লিঃ গুজরাটে (Gujarat)ফের বিমান (Flight)দুর্ঘটনা (Accident)। গুজরাটের জামনগরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার(Indian Air Force) বিমান। জখম পাইলট। অপর আর একজন পাইলটের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা নাগাদ আচমকাই ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার এএ জাগুয়ার যুদ্ধবিমানটি। বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিমানের জ্বলন্ত টুকরো ছড়িয়ে পড়ে এদিক-ওদিক। সেই মুহূর্তের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, মাটিতে ছড়িয়ে বিমানের এএ জাগুয়ার যুদ্ধবিমানটি। মাটিতে পড়ে রয়েছেন একজন পাইলট। এই ঘটনা ঘটার পর প্রথম উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়রা। জ্বলন্ত বিমানে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়।

গুজরাটে ফের বিমান দুর্ঘটনা

মূলত, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। এক্স হ্যান্ডেলে ভারতীয় বায়ুসেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "ভারতীয় বায়ুসেনার জাগুয়ার বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে। এটি একটি টু'সিটার বিমান ছিল। রাত্রি অভিযানে এই দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটে। পাইলটের জন্যই স্থানীয়দের কোনও ক্ষতি হয়নি। এই ঘটনা কী করে ঘটল তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই একটি কমিটি গঠন করে শুরু হয়েছে তদন্ত।"

গুজরাটে ভেঙে পড়ল যুদ্ধবিমান

কী বলা হল ভারতীয় বায়ুসেনার তরিফে?