
নয়াদিল্লিঃ থাইল্যান্ডের দিকে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Naredra Modi)। বুধবার ভোররাতে দিল্লি থেকে থাইল্যান্ডের (Thailand) দিকে রওনা দেন মোদী। বিআইএমএসটিইসি(BIMSTC)-এর বৈঠকে যোগ দিতেই মূলত থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী। আজ ও কাল অর্থাৎ ৩ এবং ৪ এপ্রিল থাকবেন থাইল্যান্ডে। এটা মোদীর তৃতীয়বার থাইল্যান্ড সফর। থাইল্যান্ড থেকে শ্রীলঙ্কার পথে পা বাড়াবেন মোদী। সেখানে থাকবেন ৪ থেকে ৬ এপ্রিল। ভূমিকম্পের পর এই প্রথম থাইল্যান্ডে পা দেবেন মোদী।
থাইল্যান্ড সফরে মোদী, সেখান থেকে গন্তব্য কোথায়?
বুধবার মধ্যরাতে এক্স হ্যান্ডেলে থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফর নিয়ে লেখেন মোদী। তাঁর কথায়, "আগামী তিনদিন আমি থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে থাকব। এই সফর ভীষণভাবে গুরুতপূর্ণ। ভারতের সঙ্গে এই দেশগুলির সম্পর্ক সুনিশ্চিত করা ও বিআইএমএসটিইসি-এর বৈঠকে যোগ দেওয়া এই সফরের মূল উদ্দেশ্য। আজ বিকেলের দিকে ব্যাংককে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসব। ভারত-থাইল্যান্ডের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে আলোচনা রয়েছে। আগামীকাল বিআইএমএসটিইসিসামিটে যোগ দেব। এরপর বিকেলে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ণের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।"
ভূমিকম্প বিধ্বস্ত থাইল্যান্ড সফরে মোদী, কেন তড়িঘড়ি ব্যাংকক যাত্রা?
PM Modi departs for Thailand to attend 6th BIMSTEC Summit
Read @ANI | Story https://t.co/zR4MEpY80A#PMModi #India #Thailand #BIMSTEC pic.twitter.com/eAdnWvzlzk
— ANI Digital (@ani_digital) April 3, 2025
থাইল্যান্ড সফর নিয়ে কী লিখলেন মোদী?
Prime Minister Narendra Modi tweets, "Over the next three days, I will be visiting Thailand and Sri Lanka to take part in various programmes aimed at boosting India's cooperation with these nations and the BIMSTEC countries. In Bangkok later today, I will be meeting Prime… pic.twitter.com/2HJ2uoT7aQ
— ANI (@ANI) April 3, 2025