মুশফিকুর রহিম (Photo Credits: Getty Images)

২০১৯ সালে আইপিএলে (IPL) প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির বাজেট বেঁধে দেওয়া হয়েছিল ৮২ কোটি টাকা। তবে জানা গেছে, আইপিএল-১৩ তে আরও ৩ কোটি টাকা বেশি খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। প্রথমবারের মতো কলকাতায় (Kolkata) বসতে চলেছে এইবারের আইপিএলের নিলাম আসর। ১৯ তারিখে হবে নিলাম। সোমবার মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে (BCCI) আইপিএলের গর্ভনিং কাউন্সিলের বৈঠক বসে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতায় অনুষ্ঠিত হবে আইপিএল। জানা গেছে, আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিকের আইপিএল নিলাম থেকে সরে আসার সিদ্ধান্তে অবাক হওয়ার কিছু নেই। কারণ, বাংলাদেশের ক্রিকেটারকে কোনও ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখায়নি।

আইপিএলের গর্ভনিং কাউন্সিলের বৈঠকের পর এক সদস্য নাম না প্রকাশ করার শর্তে বলেন, “১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। বেঙ্গালুরুতে (Bengaluru) আইপিএলের নিলাম বহু বছর ধরে চলে আসছে। তবে এবারে সেই ভেন্যু থেকে সরে আসার কথা বলা হয়েছে।” প্রত্যেক বছর এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হয় তারকাখচিত লিগ। এই প্রথমবার কলকাতায় হতে চলেছে আইপিএলের নিলাম। নিলামের ক্ষেত্রে ৮৫ কোটি টাকার দল গড়তে পারবে যে কোন দল। গত বছরের নিলামের পরে দলগুলির হাতে যে পরিমাণ টাকা উদ্বৃত্ত রয়েছে, তার সঙ্গেই যুক্ত হবে এই ৩ কোটি টাকা। সেই হিসেবে দিল্লি ক্যাপিটালসের হাতে রয়েছে সর্বোচ্চ ব্যালান্স- ৮.২ কোটি টাকা। নিলামে রাজস্থান রয়্যালস খরচ করতে পারবে ৭.১৫ কোটি টাকা। তারপরেই রয়েছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখের (Shah rukh Khan) দলের হাতে মোট ব্যালান্স- ৬.০৫ কোটি টাকা। ২০২১-এ সমস্ত ফ্র্যাঞ্চাইজিকেই নতুন করে দল গড়তে হবে। সমস্ত ক্রিকেটারদের নিলামে তোলা হবে। তার আগে শেষবার এই মরশুমেই পুরনো যোগ-বিয়োগের বাজেট অঙ্কে নিলামে নামতে হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে। আরও পড়ুন: India vs West Indies 2019: মাঠের অ্যাম্পায়ার নয়, এবার নো বলের কল দেবেন থার্ড অ্যাম্পায়ার!

জেনে নেওয়া যাক ২০২০ সালের নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির বাজেট: 

চেন্নাই সুপার কিংস- ৩.২ কোটি

দিল্লি ক্যাপিটালস- ৭.৭ কোটি

কিংস ইলেভেন পাঞ্জাব- ৩.৭ কোটি

কলকাতা নাইট রাইডার্স- ৬.০৫ কোটি

মুম্বই ইন্ডিয়ান্স- ৩.৫৫ কোটি

রাজস্থান রয়্যালস- ৭.১৫ কোটি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ১.৮০ কোটি

সানরাইজার্স হায়দরাবাদ- ৫.৩০ কোটি